বিয়ের বহু আগেই মা হয়েছিলেন প্রীতি, নিয়তি লেখে অন্য কাহিনী

May 13, 2024 | 9:10 PM

Preity G Zinta: সুস্মিতা সেনকে নিয়ে চারিদিকে মাতামাতি-- তিনি সিঙ্গল মাদার। একা হাতে দুই সন্তানকে মানুষ করছেন। দু'জনেই তাঁর দত্তক সন্তান। তবে জানেন কি শুধু সুস্মিতাই যে কম বয়সে মাতৃত্বের সাধ পেয়েছেন এমনটা নয়। তালিকায় রয়েছেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টাও।

বিয়ের বহু আগেই মা হয়েছিলেন প্রীতি, নিয়তি লেখে অন্য কাহিনী
নিয়তি লিখেছিল অন্য কাহিনী

Follow Us

সুস্মিতা সেনকে নিয়ে চারিদিকে মাতামাতি– তিনি সিঙ্গল মাদার। একা হাতে দুই সন্তানকে মানুষ করছেন। দু’জনেই তাঁর দত্তক সন্তান। তবে জানেন কি শুধু সুস্মিতাই যে কম বয়সে মাতৃত্বের সাধ পেয়েছেন এমনটা নয়। তালিকায় রয়েছেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টাও। ২০১৬ সালে গিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এই মুহূর্তে দুই সন্তান আছে তাঁর। তবে এই দুই সন্তান ছাড়াও আরও ৩৪ জন মেয়ের মা প্রীতি। কীভাবে? অজানা কাহিনী শুনলে চোখ ভিজবেই।

মাত্র ১৩ বছর বয়সে বাবা দুর্গানন্দ জিন্টাকে গাড়ি দুর্ঘটনায় হারান প্রীতি। প্রীতির যখন ১৫ বছর তখন মারা যান তাঁর মা-ও। ওই টুকু মেয়ে, বাবা-মা নেই। যন্ত্রণা কুড়ে কুড়ে খেত থাকে। ওই বয়সেই বুঝতে পেরেছিলেন বাবা মা না থাকার কষ্ট। ২০০৯ সালে তাঁর ৩৪ তম জন্মদিনে নিজেই নিজেকে এক উপহার দিয়েছিলেন নায়িকা। আঁকড়ে ধরেছিলেন এমন কিছু জনকে যারা তাঁরই মতো ‘অনাথ’। ঋষিকেষের মাদার মিরাকল থেকে ৩৪ জন অনাথ শিশুকে দত্তক নিয়ে নেন তিনি। দায়িত্ব নেন তাঁদের জামা কাপড়, পড়াশোনা সহ আজীবনের। বছরে তাঁদের সঙ্গে দুই বার দেখাও কর‍তে যান প্রীতি।

এত বছর হয়ে গেলেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। আজ তিনি ৫০। তবু গর্ভজাত সন্তানের পাশাপাশি তাঁদের দায়িত্বও পালন করছেন প্রীতি জিন্টা। বলিউডকে বিদায় জানিয়েছেন বহু বছর অতিক্রান্ত। স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁর।

 

Next Article