এবার প্রযোজকের ভূমিকায় প্রীতি জিন্টা! ‘হিরো’ কাকে বাছলেন?

রণজিৎ দে |

Jan 04, 2021 | 5:03 PM

নতুন ভূমিকায় প্রীতি জিন্টা। এবার প্রযোজকের আসনে বসলেন তিনি। তবে কোনও সিনেমা নয়, ওয়েব সিরিজ প্রযোজনা করছেন তিনি। একটি নামী ওটিটি প্ল্যাটর্ফমে দেখানো হবে ওয়েব সিরিজটি।

এবার প্রযোজকের ভূমিকায় প্রীতি জিন্টা! ‘হিরো’ কাকে বাছলেন?
প্রীতি জিন্টা

Follow Us

নতুন ভূমিকায় প্রীতি জিন্টা (preity zinta)। এবার প্রযোজকের আসনে বসলেন তিনি। তবে কোনও সিনেমা নয়, ওয়েব সিরিজ প্রযোজনা করছেন তিনি। একটি নামী ওটিটি প্ল্যাটর্ফমে দেখানো হবে ওয়েব সিরিজটি।

ওয়েব সিরিজের ‘হিরো’ হিসাবে কাকে বাছলেন ‘দিল সে’এর নায়িকা? শোনা যাচ্ছে অনেক দিনের বন্ধু হৃতিক রোশনকে (hrithik roshan) বেছে নিয়েছেন প্রীতি। ‘কোয়ি মিল গ্যায়া’ করার সময় থেকেই হৃতিকপ্রীতি ভাল বন্ধু। সেই বন্ধুত্ব আজও অটুট। সেই বন্ধুত্বের জায়গা থেকেই প্রীতি ওঁর প্রযোজিত প্রথম ওয়েব সিরিজে হৃতিককে দিয়ে সাইন করিয়েছেন। যদিও প্রীতি জিন্টার ঘনিষ্ঠ মহলের একজন জানিয়েছেন ‘ডুগ্গু’ ওঁর বন্ধু হলেও চরিত্রটা হৃতিককে মানাবে বলেই প্রীতি ওঁকে নিয়েছেন। এবং হৃতিক রাজিও হয়েছেন। এটিই হতে চলেছে হৃতিকের প্রথম ওয়েব সিরিজ।

জন লে ক্যারের বিখ্যাত উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’ থেকে অনুপ্রাণিত হয়ে ওয়েব সিরিজটি বানানো হচ্ছে। পরিচালনা করছেন চিত্রনাট্যকার সন্দীপ মোদী। তিনি ‘নীরজা’, ওয়েব সিরিজ ‘আর্যা’র মত প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন।

হৃতিক রোশন সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে লিখেছেন ‘ সেটএ ফিরে এলাম।’ স্বাভাবিকভাবেই হৃতিকের ‘নিউ লুক’ দেখে ফ্যানরা ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। কিন্তু কী ছবির শুটিং করছেন তিনি, তা স্পষ্ট করেননি।

আরও পড়ুন :‘গ্যাংস অব ওয়াসেরপুর ২’-এ ‘ফৈজল’-এর কায়দায় উইশ করলেন নওয়াজ

তুন বছরেই ‘ক্রিশ 4’-এর শুটিং শুরু হবার কথা। শোনা যাচ্ছে হলিউডেও একটি ছবিতে অভিনয়ের কথা চলছে হৃতিক রোশনের।

Next Article