মাসি হলেন প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি মা হতেই নিউইয়র্ক থেকে কী বার্তা দিলেন?

দুজনের সম্পর্কের তিক্ততার কারণেই নাকি পরিণীতির বিয়ে এড়িয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। তবে পরিণীতি মা হতেই সুদূর নিউইয়র্ক থেকে বোন পরিণীতিকে বিশেষ বার্তা দিলেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার বিশেষ বার্তা নজর কেড়েছে নেটদুনিয়ার।

মাসি হলেন প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি মা হতেই নিউইয়র্ক থেকে কী বার্তা দিলেন?

|

Oct 20, 2025 | 6:16 PM

গুঞ্জনে ছিল পরিণীতি চোপড়া ও তাঁর তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে নাকি সম্পর্ক ভাল নয়। দুজনের সম্পর্কের তিক্ততার কারণেই নাকি পরিণীতির বিয়ে এড়িয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। তবে পরিণীতি মা হতেই সুদূর নিউইয়র্ক থেকে বোন পরিণীতিকে বিশেষ বার্তা দিলেন প্রিয়াঙ্কা। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার বিশেষ বার্তা নজর কেড়েছে নেটদুনিয়ার।

বোনকে কী লিখলেন প্রিয়াঙ্কা?

চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সামনে আনেন পরিণীতি।ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের ইঙ্গিত স্পষ্ট করেছিল।

রাঘব পরিণীতি জুটি বরাবরই সকলের নজর কেড়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অপরকে আগলে তাঁদের সংসার। আর সেই সংসারই এবার পরিপূর্ণ। দীপাবলির আগেই তাঁর পরিবার খুশির আলোয় আলোকিত। শুভেচ্ছাবার্তায় ভরছে নেটপাড়া। তবে সব শুভেচ্ছার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা।

বোন পরিণীতিকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা লিখলেন, যাক এতদিনে মালতী খেলার সঙ্গী পেল। পরী তুমি খুব ভাল থেকো।

২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। সেই সংসারেই এবার নতুন সদস্য আসার সুখবর দিলেন রাঘব।