Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…আমার ভারত আজ রক্তাক্ত’, বিশ্বের কাছে অনুদানের আর্জি প্রিয়াঙ্কার

ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা ৬৩ মিলিয়ন ছাড়িয়েছে। তাঁদের মধ্যে প্রত্যেকে যদি ১০ ডলার করেও দান করেন তবে সংখ্যাটা ১ মিলিয়নে পৌঁছবে, যেটা বিশাল।"

'...আমার ভারত আজ রক্তাক্ত', বিশ্বের কাছে অনুদানের আর্জি প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কা চোপড়া।
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 9:08 PM

ভারতে সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি দেশ। হাসপাতালে বেডের আকাল, অক্সিজেন নেই…সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক অসহায়তার ছবি। এরকম পরিস্থতিতে তহবিল গড়ে বিশ্ববাসীরা কাছে সাহায্যের আর্তি জানালেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া।

ইনস্টাগ্রামে ভিডিয়ো বার্তায় প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর ইনস্টা প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা ৬৩ মিলিয়ন ছাড়িয়েছে। তাঁদের মধ্যে প্রত্যেকে যদি ১০ ডলার করেও দান করেন তবে সংখ্যাটা ১ মিলিয়নে পৌঁছবে, যেটা বিশাল।” প্রিয়াঙ্কা জানান ইতিমধ্যেই তিনি এবং তাঁর স্বামী নিক অনুদান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। একই সঙ্গে তাঁর অনুরাগীদেরও এগিয়ে আসতে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন‘রানি রাসমণী’র পাশাপাশি করোনার হানা ‘কী করে বলব তোমায়’-এর সেটেও

প্রিয়াঙ্কা থামেননি এখানেও। দৃঢ় কন্ঠে তিনি বলেন, “আমি এই মুহূর্তে লণ্ডনে। ভারতে রয়েছে আমার পরিবার। আমি শুনেছি আইসিইউতে বেড নেই, অক্সিজেনের সরবরাহ নেই… এমনকি মৃত্যুর হার এত বেড়ে গিয়েছে যে একসঙ্গে পুড়িয়ে ফেলা হচ্ছে দেহ। আপ্নারা প্রশ্ন করতেই পারেন, কেন এমনটা হল? তা নিয়ে পরে ভাবব। আগে যেটা দরকার সেটা করি। ইন্ডিয়া ইজ মাই হোম অ্যান্ড ইন্ডিয়া ইজ ব্লিডিং।”

প্রিয়াঙ্কার এই আর্জিতে সাড়া দিয়েছেন নেটিজেনরাও। কেউ সাহায্যের অঙ্গীকার করেছেন আবার কেউ বা কমেন্টেও লিখেছেন অসুবিধের কথা।