দেশে কোভিড পরিস্থিতির মোকাবিলায় প্রিয়াঙ্কার পাশে এবার ‘উলভারিন’!

শুভঙ্কর চক্রবর্তী |

May 07, 2021 | 3:50 PM

শুধু হিউ নন। এলেন ডিজেনেরেস, লানা কন্ডোর, জাডা পিঙ্কেট স্মিথ, রিদ উইদারস্পুন, ড্রিউ ব্যারিমোর, ক্যাটি পেরি, রিচার্ড ম্যাডেন, শন মেন্ডেজ, ক্যমিলিয়া ক্যাবেলোর মতো আন্তর্জাতিক তারকারাও দেশের এই ভয়াবহ পরিস্থিতির পাশে এসে দাঁড়িয়েছেন।

দেশে কোভিড পরিস্থিতির মোকাবিলায় প্রিয়াঙ্কার পাশে এবার উলভারিন!
প্রিয়াঙ্কা-হিউ

Follow Us

ভারতে করোনার এই দূর্বিসহ সময়ে ‘এক্স মেন’ খ্যাত হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান বাড়ালেন সাহায্যের হাত। কোভিড সংকটে প্রিয়াঙ্কার উদ্যোগের পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক অভিনেতা। হিফ তাঁর ইনস্টা হ্যান্ডেলে প্রিয়াঙ্কার ফান্ডরেজার ‘গিভ ইন্ডিয়া’র অনুদানের লিঙ্ক শেয়ার করে লেখেন, ‘সাপোর্ট ইন্ডিয়া’। শুধু তাই নয়, প্রিয়াঙ্কাও নিজের ইনস্টা হ্যান্ডেলে রিপোস্ট করেন হিউয়ের স্টোরি। ধন্যবাদ জানান হিউ এবং তাঁর স্ত্রী ডেবোরা লি অ্যানকেও।

 

আরও পড়ুন কারগিলে মাত্র চারজনকে নিয়ে কী করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?

 

গত বৃহস্পতিবার, কোভিড -১৯ ত্রাণের জন্য সকলকে এগিয়ে আসার এবং অর্থদানের জন্য সাহায্যের আবেদন জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস একটি ভিডিও বার্তা শেয়ার করেন। অভিনেত্রী এই ভিডিওটির ক্যাপশনে লেখেন, “#TogetherforIndia…। আপনার সমর্থন এবং অনুদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অবদান ভারতে কোভিড ১৯-এর সংক্রমণের বিরুদ্ধে এই লড়াইয়ে একটি স্পষ্টত পার্থক্য আনতে চলেছে। এখনও অনেক কিছু বাকি আছে এবং আমরা আশা করি যে এই গতি অব্যাহত থাকবে। দয়া করে এখনই দান করুন। লিঙ্ক বায়োতে রয়েছে।”

প্রিয়াঙ্কার স্টোরি।

ক্যাটরিনা কইফ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে প্রিয়াঙ্কা উদ্যোগটি শেয়ার করে দিয়ে নিক-প্রিয়াঙ্কার আবেদনকে প্রশস্ত করেছেন। তাঁদের ট্যাগ করে ক্যাটরিনা লেখেন, ‘দুর্দান্ত উদ্যোগ’। প্রিয়াঙ্কা পরে ক্যাটরিনাকে ধন্যবাদও জানান।

শুধু হিউ নন। এলেন ডিজেনেরেস, লানা কন্ডোর, জাডা পিঙ্কেট স্মিথ, রিদ উইদারস্পুন, ড্রিউ ব্যারিমোর, ক্যাটি পেরি, রিচার্ড ম্যাডেন, শন মেন্ডেজ, ক্যমিলিয়া ক্যাবেলোর মতো আন্তর্জাতিক তারকারাও দেশের এই ভয়াবহ পরিস্থিতির পাশে এসে দাঁড়িয়েছেন।

 

Next Article