‘তুমি আমার দুর্বলতা’, নিককে একথা কেন বললেন প্রিয়ঙ্কা?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 03, 2020 | 12:16 PM

পিডিএ করতে প্রিয়ঙ্কা-নিকের জুড়ি মেলা ভার। স্পেশ্যাল ডিনার হোক বা কোনও অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া চাই তাঁদের।

‘তুমি আমার দুর্বলতা’, নিককে একথা কেন বললেন প্রিয়ঙ্কা?
দম্পতি। ছবি- ইনস্টাগ্রামের সৌজন্যে।

Follow Us

দু’বছর, খুব একটা কম সময় নয়। একসঙ্গে বিবাহিত জীবন কাটিয়ে ফেললেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। আজ তাঁদের জীবনের স্পেশ্যাল দিন। আজ তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী (marriage anniversary)। প্যানডেমিক পরিস্থিতিতে আলাদা কোনও সেলিব্রেশন হয়তো হবে না। কিন্তু সোশ্যাল ওয়ালে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন দুই তারকা।

নিককে দু’বছর বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমার পাশে থেকেছো। আমার শক্তি তুমি। আবার তুমিই আমার দুর্বলতা। ভালবাসি তোমাকে নিক…।’

নিকের কাছে প্রিয়ঙ্কা হলেন পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা। সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কাকে নিজের ভালবাসার কথা জানিয়েছেন নিকও।

আরও পড়ুন, নিজেকে নিয়ে মিম করেছিলেন ইরফান! কিন্তু কীভাবে?

পিডিএ করতে প্রিয়ঙ্কা-নিকের জুড়ি মেলা ভার। স্পেশ্যাল ডিনার হোক বা কোনও অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া চাই তাঁদের। আর জীবনের বিশেষ দিনে একে অপরকে স্পেশ্যাল ফিল করাবেন, এ তো স্বাভাবিক। দুই পরিবারের ঘনিষ্ঠরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রয়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তাও। ২০১৮-এ আজকের দিনে রাজস্থানের উমেদ ভবনে বিয়ে করেছিলেন প্রিয়ঙ্কা-নিক। হিন্দু এবং খ্রিষ্টান রীতি মেনে বিয়ে করেছিলেন তাঁরা।

বিয়ের পর থেকে নিকের যে কোনও প্রয়োজনে পাশে থেকেছেন প্রিয়ঙ্কা। সংসার তাঁর কাছে প্রায়োরিটি। সে কারণে কখনও তিনি নিজের কাজের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন বলে মনে করেন তাঁর ভক্তরা। অন্যদিকে প্রিয়ঙ্কা মনে করেন, তিনি ব্যক্তিগত এবং পেশাদার জীবন ব্যালান্স করতে পারেন। বলিউড ছাড়িয়ে তিনি গত কয়েকবছর ফোকাস করেছেন হলিউডে। অথচ সিনেপ্রেমী দর্শক তাঁকে আরও বেশি করে বলিউডে দেখতে চান। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বার্তার সঙ্গে সেই দাবিও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, এত খাবার কি একাই খেলেন প্রিয়ঙ্কা চোপড়া?

Next Article