‘অত্যন্ত অসভ্য’, বলিউডের কোন নায়িকাকে এমনটা বললেন প্রিয়াঙ্কার মা?
Priyanka Chopra's mother: মধু চোপড়া কে চেনেন? সম্পর্কে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার মা। মধুই এবার মারাত্মক রেগে গেলেন এক বলিউড অভিনেত্রীর উপর। প্রকাশ্যে তাঁকে অসভ্য তকমা দিতেও ছাড়লেন না তিনি। কে সেই অভিনেত্রী যার উপর এত রেগে গেলেন মধু চোপড়া? তিনি আর কেউ নন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে।
মধু চোপড়া কে চেনেন? সম্পর্কে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার মা। মধুই এবার মারাত্মক রেগে গেলেন এক বলিউড অভিনেত্রীর উপর। প্রকাশ্যে তাঁকে অসভ্য তকমা দিতেও ছাড়লেন না তিনি। কে সেই অভিনেত্রী যার উপর এত রেগে গেলেন মধু চোপড়া? তিনি আর কেউ নন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। এই মুহূর্তে বিগবসে অংশ নিয়েছেন তিনি। ওই একই সিজনে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কার তুতো বোন মানারা চোপড়াও। সম্প্রতি অঙ্কিতা ও মানারার মধ্যে লাগে জোর ঝামেলা। অঙ্কিতার বনহদু ঈশা মালব্য, আয়েশা খানও ঝামেলার সময়ে মানারাকে কটু কথা বলেন। যা দেখে বেজায় চটে যান মধু। তিনি লেখেন, “এরকম অসভ্যের মতো ব্যবহার কেন করা হচ্ছে? প্রচন্ড অসভ্য।”
যত দিন যাচ্ছে বিগবসের এই সিজন যে জমে উঠেছে। আগামী ২৮ জানুয়ারি এই শো’র ফাইনাল হওয়ার কথা। মানারা ও অঙ্কিতা ঝামেলা, অঙ্কিতা-ভিকির অশান্তি, মুনাওয়ার-ভিকির ঝামেলার কারণে টিআরপি এই মুহূর্তে বেশ তুঙ্গে। একে একে বিদায় নিয়েছেন প্রায় সকলেই। থাকার মধ্যে রয়েছেন অঙ্কিতা লোখন্ডে, ভিকি জৈন, মানারা চোপড়া, অভিষেক কুমার, ঈশা মালব্য, অরুণ মহাশেট্টি, মুনাওয়ার ফারুকিসহ অন্যান্য। শেষ হাসি কে হাসেন এখন শুধু সেটাই দেখার।
View this post on Instagram