প্রিয়াঙ্কা সরকার। টলিপাড়ায় পা রাখার পর থেকেই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। ভাল অভিনয় থেকে শুরু করে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক, একাধিক কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্কই একটা সময় হয়ে উঠেছিল অপ্রাসঙ্গিক। বিয়ের বেশ কয়েকবছর পর সংসারে আসে ভাঙন। যদিও জুটির ছেলে সহজকে নিয়ে তাঁদের মধ্যে ছিল নিত্য যোগাযোগ। তবে আবারও সেই সম্পর্ক নিজ জায়গা করে নিতে খুব একটা সময় নেয়নি। বর্তমানে তাঁরা আবারও এক হয়েছেন। বাড়িয়েছেন বন্ধুত্বের হাত। জানিয়েছেন, সহজের জন্যই আরও একবার সহজ হল জুটির সম্পর্ক। বর্তমানে মাঝে মধ্যে রাহুল ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যায়।
কখনও বিশেষ দিন সেলিব্রেশনে, কখনও আবার ছুটির মেজাজে, তাঁরা একে অন্যের পাশে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করে থানে। ছুটি পেলে ঘুরতেও বেরিয়ে পড়েন তাঁরা। তবে এবার আর দেখা মিল না রাহুলের। বড় হচ্ছে তাঁদের সন্তান সহজ। তাকে নিয়েই এবার একটি মিষ্টি ছুটির দিন কাটিয়ে নিলেন প্রিয়াঙ্কা সরকার। আউটিং-এ গিয়ে ছেলের সঙ্গে সইমিংপুলে সাঁতার কাটা থেকে শুরু করে বিকেলে বোটিং, সেলফি, তালিকা থেকে বাদ পড়ল না কিছুই।
আর সেই দিনের স্মৃতিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। যা দেখে এক প্রকার মুগ্ধ সকলে। কাজের ব্যস্ততায় সন্তানদের একান্তভাবে অনেক সময়ই পাওয়া হয়ে ওঠে না। যদিও প্রিয়াঙ্কা এক্ষেত্রে কোনও খামতি রাখেননি। বরাবরই সহজকে আগলে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। তাই ছেলেকে আগলে নিজের মত করে একটা দিন কাটিয়ে নিলেন তিনি। সহজের হাত ধরে ফিরলেন শৈশবে।