মাথার উপর গাঁদা ফুলের টুকরো ভর্তি। গলায় গাঁদা ফুলের মালা। শাড়ি পড়ে খোলা জিপে চড়ে প্রচারে বেরিয়েছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী (Actress) প্রমিতা চক্রবর্তী (Promita Chakrabartty)। না! এটা কোনও ধারাবাহিকের দৃশ্য নয়। রিল লাইফের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। এ দৃশ্য ঘোর বাস্তবের। রিয়েল লাইফেই প্রচার সারলেন প্রমিতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী প্রমিতা। তাঁকে বিশ্বাস করেন বলেই তাঁর দল অর্থাৎ তৃণমূলের প্রতি আস্থা রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এক দফা নির্বাচন শেষ। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছেন অভিনেত্রী।
সদ্য তৃণমূল প্রার্থীর সমর্থনে মহিষাদলে প্রচার করলেন তিনি। খোলা জিপে প্রমিতাকে দেখতে উপচে পড়ে ভিড়। তাঁর কথা শুনতে বহুক্ষণ অপেক্ষা করেন মানুষ। হাসিমুখে সেলফি তোলার আবদারও মেটালেন অভিনেত্রী।
চলতি বছর ফেব্রুয়ারিতে অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন প্রমিতা। পুরুলিয়াতে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি হয়েছে তাঁদের। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সামাজিক বিয়ে করবেন এই জুটি। ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য পার্টির পরিকল্পনাও রয়েছে তাঁদের।