
সোহিনী রণজয়: "সত্যি কথা বলতে আমাদের মধ্যে প্রপোজাল তেমনভাবে হয়নি।তেমন অফিসিয়ালভাবে কেউ কিছু বলিনি।তবুও যদি বলতে হয়, আমরা তখন দার্জিলিংয়ে ‘জাজমেন্ট ডে’র শুটিং করছিলাম।কফিশপ থেকে বেরিয়েছি, হাতের কাছে বিচুটি পাতা ছিল। সেটা নিয়েই হাঁটুগেড়ে বসি।ও (সোহিনী সরকার) তখন বলে আমি শাহরুখ আর তুই কাজল।"

ঋত্বিক অপরাজিতা: "আমরা কেউ কাউকে প্রপোজ করিনি। সব ভালবাসাতে তো আমি তোমাকে ভালবাসি হয় না। ও এত বেশী বন্ধু যে এটা বলা খুব কঠিন।"

অনির্বাণ মধুরিমা: "আমাকে এখও পর্যন্ত বলেইনি আমি তোমাকে ভালবাসি।" বলেলন মধুরিমা

অঙকুশ-ঐন্দ্রিলা:অঙ্কুশের কথায় "আমরা খুব প্র্যাকটিক্যাল। তেমনভাবে এখনও কেউ কাউকে প্রেমের প্রস্তাব দিইনি"

দেব রুক্মিণী: রুক্মিণীর উত্তর ,"আমায় যা বলার দেব 'চ্যাম্প' ছবিতেই জানিয়ে দিয়েছে, শিবাজি জয়াকে তো প্রোপেজই করে দিয়েছে ছবিতে।"

সৌরভ-জুন: জুন যা বললেন, “বন্ধুদের মাধ্যমে দু'জনের প্রথম দেখা, সিসিএফসি ক্লাবে। তারপর ডেটিং চলে প্রায় এক বছর। সৌরভ প্রোপোজ করে, একটু সময় নিই। কারণ আমার বিয়ে নিয়ে পূর্ব অভিজ্ঞতা খুব ভাল ছিল না। তবে তারপর একগাল হেসে হ্যাঁ বলে দিয়েছি।”

বনি-কৌশানী: বনি বললেন, "কৌশানীর সঙ্গে প্রথম ছবি 'পারব না আমি ছাড়তে তোকে' শুটিংয়র সময় প্রথম দেখা। বন্ধুত্ব, ভাল লাগা এবং প্রেম। আমিই ওকে প্রোপোজ করি।"