বাংলা ছবিতে এবার একসঙ্গে জিৎ-প্রসেনজিৎ! ‘খাকি’র মঞ্চে বড় ঘোষণা দুই সুপারস্টারের

সারপ্রাইজ! বরাবরই অনুরাগীদের সারপ্রাইজ দিতে ভালবাসেন, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা বাস্তব জীবনে হোক কিংবা সিনেপর্দায়।

বাংলা ছবিতে এবার একসঙ্গে জিৎ-প্রসেনজিৎ! খাকির মঞ্চে বড় ঘোষণা দুই সুপারস্টারের

| Edited By: আকাশ মিশ্র

Mar 05, 2025 | 8:31 PM

সারপ্রাইজ! বরাবরই অনুরাগীদের সারপ্রাইজ দিতে ভালবাসেন, সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা বাস্তব জীবনে হোক কিংবা সিনেপর্দায়। অনুরাগীদের জন্য যে কোনও চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত সবার প্রিয় বুম্বাদা। আর প্রসেনজিতের চ্যালেঞ্জ নেওয়া মানেই বক্স অফিসে হইচই, প্রযোজকের ঘরে লক্ষ্মীলাভ। আর এবার তো সঙ্গে টলিউডের আরেক স্টার জিৎও। একেবারে সোনায় সোহাগা! হ্যাঁ, এমনই কিছু ঘটতে চলেছে।

মার্চ মাসের ২০ তারিখ নেটফ্লিক্সে ম ক্তি পেতে চলেছে নীরজ পাণ্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। নীরজের এই সিরিজে দেখা যাবে বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎকে। বুধবার কলকাতায় এই সিরিজের ট্রেলার লঞ্চে এক বড় ঘোষণা করে ফেললেন প্রসেনজিৎ। অনুরাগীদের কৌতুহলকে উসকে দিয়ে বুম্বাদা জানালেন, খুব শীঘ্রই এক বাংলা ছবিতে একফ্রেমে দেখা যাবে জিৎ ও তাঁকে। তবে কোন ছবি, তা কিন্তু সাসপেন্সই রেখেছেন ‘ইন্ডাস্ট্রি’। তবে বোঝাই যাচ্ছে, জিৎ ও প্রসেনজিৎ জুটির ম্যাজিকে খুব শীঘ্রই কাবু হতে চলেছে সিনেপ্রেমীরা।

‘খাকি- দ্য বিহার চ্যাপ্টার’-এর সাফল্যের পর নীরজ পাণ্ডে ও দেবাত্মা মণ্ডলের পরিচালনায় আসতে চলেছে ‘খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার’। সিরিজের প্রচারেই এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে এসেছিলেন তাঁরা। এই সিরিজে জিৎ, প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফার খানের মতো অভিনেতারা।