মাথায় ছাতা, চারপাশে ঘিরে সখী, রাজার মতো কোথায় চললেন প্রসেনজিৎ?
Prosenjit Chatterjee: পাল্টেছে তাঁর লুক, পাল্টেছে তাঁর চরিত্র নির্বাচন, পাল্টে গিয়েছে তাঁর চরিত্রের উপস্থাপনা। আজও তিনি পর্দায় হিট। জনপ্রিয় এই স্টারকে নিয়ে দর্শকমনে আজও উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।

তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ইন্ডাস্ট্রি। যদিও তিনি এই কথাটা একেবারেই পছন্দ করেন না। যদিও অটোগ্রাফ ছবি মুক্তির পর থেকেই এই নাম যেন তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছে। আমি ইন্ডাস্ট্রি, এই সংলাপ শোনার জন্য অপেক্ষায় থাকেন বহু ভক্তরা। তিনি মেনে না নিলেও টলিপাড়ায় দশকের পর দশক ধরে যে তিনি একচেটিয়া রাজত্ব করে বেড়াচ্ছেন, কম বেশি তা সকলের জানা। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে ফেলেছেন নিজেকে। পাল্টেছে তাঁর লুক, পাল্টেছে তাঁর চরিত্র নির্বাচন, পাল্টে গিয়েছে তাঁর চরিত্রের উপস্থাপনা। আজও তিনি পর্দায় হিট। জনপ্রিয় এই স্টারকে নিয়ে দর্শকমনে আজও উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।
ফলে সেই মানুষটিকে একবার নিজেদের অনুষ্ঠানে পাওয়ার জন্য অপেক্ষা করেন অনেকেই। আর সময় সুযোগ পেলে তিনি খুব একটা না বলেন না। তাই এবার এক বেসরকারি ব্যঙ্কের অনুষ্ঠানে হাজির হতে দেখা গেল টলিপাড়ার বুম্বাকে। যেখানে প্রসেনজিৎকে পেয়ে তাঁরা রাজকীয় আয়োজন করলেন। মাথায় ছাতা, সামনে চামরের হাওয়ায় তাঁকে স্বাগত জানাচ্ছে সখীরা। আর তিনি স্টার, সকলেই তাঁকে ঘিরে আনন্দ অনুষ্ঠানে মেতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো। চুটিয়ে কাজ করছেন এখন তিনি। একের পর এক ছবি এখন তাঁর পাইপ লাইনে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি অযোগ্য। ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে আরও একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
View this post on Instagram
বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বরাবরই প্রসেনজিৎ বেশ যত্নশীল। যদিও হিন্দিতেও কাজ করছেন তিনি। পর পর দুই ওটিটি-তে দেখা গিয়েছে তাঁকে। যদিও বাংলা ওটিটিতে দেখা যায়নি প্রসেনজিৎকে। তবে ওটিটিতে কাজ করবেন না এমন নয়, তাঁর কথায়, ভাল চরিত্রের প্রস্তাব পেলে নিশ্চয়ই অভিনয় করবেন।
