ঠকিয়েছে প্রিয় বন্ধু! মোটা টাকা হারিয়ে শূন্য বহু বছরের সেভিংস, বিপাকে দেবের নায়িকা পূজা
পূজা ও তাঁর স্বামী কুণাল সোশাল মিডিয়ায় অনুরাগীদের অনুরোধ করেছেন এই কঠিন সময়ে তাঁরা যেন পাশে থাকেন। তবে কোন বন্ধু এমনটি করেছেন, সেই নাম ফাঁস করেননি পূজা।

একসময় টলিউডের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্য়ায়। বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি হিট ছবিও দিয়েছেন। দেবের সঙ্গে জুটি বেঁধে তো সুপারহিট চ্যালেঞ্জ ২। সেই পূজা এবার রিয়েল লাইফে চ্য়ালেঞ্জের মুখে পড়লেন। ভবিষ্যত নিয়ে তিনি রীতিমতো চিন্তিত। কিন্তু প্রিয় বন্ধু যে তাঁকে এভাবে ঠকাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি। সাহায্য করতে গিয়ে নিজেই পড়লেন বিপাকে।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় সম্প্রতি পূজা ও তাঁর স্বামী কুণাল ফাঁস করলেন একটি তথ্য। যেখানে তাঁরা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব ছিল এক ব্য়ক্তির সঙ্গে। সেই বন্ধুই প্রতারণা করেছে তাঁদের সঙ্গে। পূজার কথায়, গত তিন থেকে চার মাস, অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা। আগামী নিয়েও চিন্তায় পূজা ও তাঁর পরিবার।
পূজা ও তাঁর স্বামী কুণাল সোশাল মিডিয়ায় অনুরাগীদের অনুরোধ করেছেন এই কঠিন সময়ে তাঁরা যেন পাশে থাকেন। তবে কোন বন্ধু এমনটি করেছেন, সেই নাম ফাঁস করেননি পূজা।





