
প্রয়াত পঞ্জাবের জনপ্রিয় অভিনেতা ও বডি বিল্ডার ভারিন্দর সিং ঘুমা। নার্সিং হোমে অস্ত্রোপচার করতে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪১। সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতে অভিনয় করেছিলেন ভারিন্দর। তাঁকে দেখা গিয়েছিল অজয় দেবগণের সিংহম রিটার্নস ছবিতেও।
কী হয়েছিল অভিনেতার?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারিন্দার বহু বছর ধরেই কাঁধের একটি সমস্য়ায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের জন্য বলেন। বৃহস্পতিবার কাঁধে অস্ত্রোপচার করতে গিয়েই অপারেশন টেবিলেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। অপারেশন থিয়েটারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
কিশোর বয়স থেকেই ভারিন্দর সিং ঘুমা বডি বিল্ডিং করতেন। মিস্টার এশিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয়ও হয়েছিলেন। ২০১১ সালে তিনি অস্ট্রেলিয়া গ্রাঁ প্রিঁতেও সাফল্য পান। নিয়মিত শরীরচর্চাতেও থাকতেন তিনি। সেই শরীরচর্চা করতে গিয়েই কাঁধে চোট লাগে তাঁর। অনেকে মনে করছেন, অতিরিক্ত জিম করার জন্যই হয়তো এই পরিণতি হয়েছে অভিনেতার।
পাঞ্জাবি সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন ভারিন্দর। সলমন খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের সঙ্গে বহু অ্য়াকশন দৃশ্যেও দেখা গিয়েছিল তাঁকে। কয়েক মাস আগে শরীরচর্চা নিয়ে নিজের ইউটিউব চ্যানেল ও শোও শুরু করেছিলেন ভারিন্দর। এমন এক জনপ্রিয় মানুষের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক অনুরাগীরা।