সময় মত শুটিং শেষ না হলে এবার থেকে ‘এক্সট্রা চার্জ’ করবেন রণবীর কপূর!

রণজিৎ দে |

Dec 19, 2020 | 2:11 PM

চুক্তিপত্রে নতুন একটি শর্ত যুক্ত করেছেন রণবীর। নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে না পারলে তিনি এবার থেকে ‘এক্সট্রা চার্জ’ করবেন।

সময় মত শুটিং শেষ না হলে এবার থেকে ‘এক্সট্রা চার্জ’ করবেন রণবীর কপূর!
রণবীর কপূর

Follow Us

প্রায় দু’বছর রনবীর কপূরকে  বড় পর্দায় দেখা যায়নি! শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘সঞ্জু’তে। তারপর লম্বা গ্যাপ।লকডাউন উঠে যাবার পর পুরো দমে শুটিং শুরু করে দিয়েছেন রণবীর। অতিমারির কারণে যে ছবিগুলোর কাজ বন্ধ রাখতে হয়েছিল, সেই ছবিগুলো এক এক করে শেষ করছেন তিনি। ‘শামশেরা’র প্রায় সাত দিনের কাজ এবং অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’র প্রায় দশ দিনের কাজ বাকি ছিল। দুটো ছবির শুটিংই শেষ করলেন রণবীর।

বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর, সামনের বছর অনেকগুলো ছবিতে সাইন করেছেন রণবীর। লুভ রাজনের একটি রমকম ছবি দিয়ে শুটিং শুরু করবেন তিনি। ৬ জানুয়ারি থেকে শুট শুরু হওয়ার কথা। এই ছবিতে রণবীরের বিপরীতে আছেন শ্রদ্ধা কপূর।প্রথম পর্বের শুটিং ১৪ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা। তারপরেই রণবীর আবার ‘ব্রহ্মাস্ত্র’শেষ পর্বের শুট শুরু করবেন। দুটো গান এবং কিছু দৃশ্যের শুটিং এখনও বাকি। ৩১জানুয়ারির মধ্যে পুরো শুটিং শেষ করার কথা। এরপর রাজনের দ্বিতীয় পর্বের শুটিংয়ের ডেট নেওয়া আছে রণবীরের। এই রমকম ছবিটির অধিকাংশ শুটিংই বিদেশে হওয়ার কথা। এই অতিমারির সময়ে বিদেশে টানা লোকেশন পাওয়া বেশ শক্ত। রাজনের ছবিটি মে মাসে শেষ করার কথা। কিন্তু এখন যা পরিস্থিতি, লোকেশন না পেলে শুটিং সময় মত শেষ করা মুশকিল।আরও বেশ কিছুদিন সময় বেশি লাগতেই পারে। আর এখানেই আপত্তি রণবীরের। অতিমারির কারণে এমনিতেই দুটো ছবির কাজ ঠিক সময়ে শেষ করা সম্ভব হয়নি। বেশ কিছু ‘এক্সট্রা ডেটস’ দিতে হয়েছে। কিন্তু আর ‘এক্সট্রা ডেটস’ দিতে রাজি নন রণবীর। নতুন ছবির ক্ষেত্রে তিনি আর আপোস করতে চান না। তাই চুক্তিপত্রে নতুন একটি শর্ত যুক্ত করেছেন রণবীর। শর্তটি হল নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে না পারলে তিনি এবার থেকে ‘এক্সট্রা চার্জ’ করবেন। কেমন হবে সেই ‘এক্সট্রা চার্জ’এর পরিমান? নির্দিষ্ট সময়ের পর থেকে দিন প্রতি টাকা নেবেন রণবীর!

আরও পড়ুন :সত্যিই কি বিয়ের দু’মাসে প্রেগন্যান্ট নেহা কক্কর? নাকি নিছকই রটনা!

সামনের বছর রণবীরের হাতে ভরা কাজ। সঞ্জয় লীলা বনশালির ‘বইজু বাওরা’, সন্দীপ রেড্ডির গ্যাংস্টার ড্রামা ‘অ্যানিমাল’, পাইপ লাইনে পর পর ছবি। সব নতুন ছবিতেই রণবীর আরোপ করেছেন তাঁর নতুন শর্ত!

Next Article