
হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে ২০২৪ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বার রাজনীতিতে অভিষেক হচ্ছে তাঁর। বিপক্ষে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটের ফলাফল কী হতে পারে ওই কেন্দ্রে তা নিয়ে এখন থেকেই চলছে নানা আলোচনা। প্রথম বার রাজনীতিতে প্রবেশ করে নিজের দায়িত্ব সম্পর্কে ভাল করে হোমওয়ার্ক করে নিচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’। যুদ্ধে ময়দানে নামার আগে এক ইঞ্চিও ফাঁক রাখতে চাইছেন না তিনি। এ সবের মধ্যেই ভাইরাল হচ্ছে তাঁর পুরনো ভিডিয়ো, বলা নানা কথা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের মনে বাড়ছে আগ্রহ।
রচনা বিবাহিত। তবে স্বামী প্রবাল বসুর সঙ্গে সংসারটা করা হয়নি তাঁর। ছেলেকে ছোট থেকে কার্যত একাই মানুষ করেছেন তিনি। না, প্রবালের সঙ্গে কোনওদিনই তাঁর বিচ্ছেদ হয়নি। খাতায় কলমে আজও তিনি বিবাহিত। তবু কেন সংসার করা হল না তাঁর? অতীতে রচনা জানিয়েছিলেন, হ্যাপিলি ম্যারেড তিনি নন, তবে ছেলেকে যাতে কোনওদিন না শুনতে হয় তাঁদের বাবা-মা ডিভোর্সি, সেই কারণেই তিনি ও স্বামী একে অপরের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেননি। স্বামীকে নিয়ে কিন্তু কোনও অভিযোগ নেই তাঁর। জানিয়েছিলেন, ছেলের পরীক্ষার সময় স্বামী এসে পড়ান, একসঙ্গে ঘুরতে যান, খাওয়া-দাওয়াও করেন।
কো-প্যারান্টিং এখন বলিউডে ভীষণ পরিচিত। হৃতিক রোশন-সুজান খান থেকে শুরু করে মালাইকা অরোরা ও আরবাজ খান– সকলেরই বিচ্ছেদ হয়ে গেলেও ছেলে-মেয়েকে বাবা-মা দু’জনে মিলে মানুষ করছেন। টলিউডেও এই ট্রেন্ড জারি বহু থেকেই। যার প্রকৃষ্ট উদাহরণ, রচনা ও প্রবাল।