‘তোমার আমার মধ্যে কী আছে’? কাকে প্রশ্ন করলেন রচনা

টেলিভিশনে দীর্ঘ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে দিদি নম্বর ওয়ান শো করছেন রচনা। তাঁকে ফিল্মি স্ক্রিনের বাইরে একেবারে অন্য রকম ভাবে পেয়েছেন দর্শক।

‘তোমার আমার মধ্যে কী আছে’? কাকে প্রশ্ন করলেন রচনা
রচনা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 1:28 PM

গোলাপি লিপস্টিক। সাদা উপর হলুদ স্মাইলি প্রিন্ডেট শার্ট। হলুদ রোদচশমা। কানে বড় রিং। ঠিক এমন লুকেই পাওয়া গেল দিদি নম্বর ওয়ান অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachna Banerjee)। তিনি সরাসরি প্রশ্ন করছেন, ‘তোমার আমার মধ্যে কী আছে’? কিন্তু এ প্রশ্ন কার জন্য?

শুক্রবার এমন একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। এ নিছকই মজা করে তৈরি ভিডিও। ইনস্টা রিল। গানের লাইনের সঙ্গে লিপ মেলাচ্ছেন তিনি। আর তাতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা

রচনা এই ভিডিওর ক্যাপশনে জানিয়েছেন, বন্ধুর জন্মদিনের সেলিব্রেশনে চলেছেন তিনি। জন্মদিন আগেই হয়ে গিয়েছে। আজ সেলিব্রেশন। তাই গাড়িতে যেতে যেতে সময় কাটানোর জন্য এ নিছকই মজা।

আরও পড়ুন, ‘শুধু যন্ত্রণাই দিতে পারি…’ কী হয়েছে শ্রীলেখার?

টেলিভিশনে দীর্ঘ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে দিদি নম্বর ওয়ান শো করছেন রচনা। তাঁকে ফিল্মি স্ক্রিনের বাইরে একেবারে অন্য রকম ভাবে পেয়েছেন দর্শক। ওই শো-এর অংশগ্রহণকারীরা নিজেদের জীবনের গল্প শেয়ার করেন রচনার সঙ্গে। রচনাও নিজের মতো করে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন। অভিনয়ের দীর্ঘ কেরিয়ারে তাঁকে এভাবে ঘরের মেয়ের মতো পাননি দর্শক। সেখানে তিনি ছিলেন পর্দার নায়িকা।

আরও পড়ুন, “গর্ব করে বলতে পারি, কনটেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করিনি”

এই মুহূর্তে ছবি করার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন রচনা। চিত্রনাট্যই তাঁর কাছে শেষ কথা। যে কোনও ছবি করার প্রশ্নই ওঠে না। বরং বেছে ছবি করার পক্ষপাতী তিনি। তবে চিত্রনাট্য পছন্দ হলে নিশ্চয়ই কাজ করবেন। এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।