১০ মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন রাধিকা আপ্তে। লকডাউন জুড়ে ওটিটি প্ল্যাটর্ফমে তাঁকে ঘন ঘন দেখা গিয়েছে। কখনও ওয়েব সিরিজে, কখনও সিনেমায়। শেষ ওঁকে দেখা গিয়েছিল ‘রাত আকেলি হ্যায়’ ছবিতে। রাধিকার বিপরীতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নতুন একটি ছবির শুটিং শুরু করতেই তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন।
১০ মাস পর লন্ডন থেকে দেশে ফিরে একটা হোটেলে নিজেকে বন্ধ করে রেখেছেন রাধিকা। ‘কোয়ারেন্টাইন’ সময় কাটাচ্ছেন তিনি। এই অতিমারির সময়ে কেউ বিদেশ থেকে দেশে ফিরলে যে সমস্ত সরকারি নিয়ম–বিধি মেনে চলতে হয়, রাধিকা অক্ষরে অক্ষরে তা পালন করছেন। দেশে ফিরেই তাই হোটেলে নিজেকে বন্ধ করে রেখেছেন তিনি।‘কোয়ারেন্টাইন’ কাটলেই অবশ্য কাজে ফিরবেন না রাধিকা। নতুন ছবির শুটিং শুরু করার আগে তিনি যাবেন পুনেতে মা–বাবর সঙ্গে দেখা করতে। প্রায় বছর খানেক পুনেতে নিজের বাড়ি যেতে পারেননি তিনি। মা–বাবর সঙ্গে দেখা করতে তাই মরিয়া হয়ে উঠেছেন নায়িকা। পুরো দমে কাজে ঢুকে যাবার আগে কিছুদিন মা–বাবর সঙ্গে কাটাতে চান। তাই তিনি চলে যাবেন পুনে।
আরও পড়ুন :সন্তান আসছে কবে? প্রশ্নের উত্তরে নিক বললেন…
ইন্ডাস্ট্রি সূত্র থেকে খবর, পুনে থেকে ফিরে এসে রাধিকা নতুন ছবির কাজ শুরু করবেন। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘আন্ডারকভার’। তবে ছবিতে রাধিকা ছাড়া আর কে কে আছেন বা ছবির বিষয় কী, তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন রাধিকা।