পরনে লাল বেনারসি, কোমরে বন্দুক গুঁজে কোথায় চললেন একাকী রাধিকা

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 28, 2021 | 6:22 PM

ছবিটি পোস্ট করে রাধিকা নিজের ইনস্টা হ্যান্ডেলে লেখেন, ‘বন্দুকধারী এবং ভারতীয় গৃহবধূ একটি মারাত্মক সংমিশ্রণ, তাই না? আমার পরবর্তী ফিল্মের প্রথম লুকের পোস্টার উপস্থাপন করছি, একজন স্পাই-থ্রিলার যা আমাকে # মিস্টারআন্ডারকভার হিসাবে দেখাবে!’

পরনে লাল বেনারসি, কোমরে বন্দুক গুঁজে  কোথায় চললেন একাকী রাধিকা
রাধিকা।

Follow Us

গুপ্তচর এবং গৃহবধু! এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে তৈরি হল ছবি। নাম ‘মিসেস আন্ডারকভার’। অভিনয়ে বলিউডের অন্য ধারার ছবির অন্যতম মুখ রাধিকা আপ্তে। এ খবর পুরনো। Tv9 বাংলায় এক্সক্লুসিভে প্রকাশ পেয়েছিল সে খবর। স্পাই থ্রিলার ছবির প্রথম লুক প্রকাশ পেল আজ। ছবিতে লাল বেনারসী পরিহিতা একজন মহিলা তাঁর কোমড়ে গুচছেন একটি বন্ধুক। আর ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। ছবি দেখে আর বলার অপেক্ষা রাখে না গোটা শুটিং হয়েছে কলকাতায়। ছবিটি পোস্ট করে রাধিকা নিজের ইনস্টা হ্যান্ডেলে লেখেন, ‘বন্দুকধারী এবং ভারতীয় গৃহবধূ একটি মারাত্মক সংমিশ্রণ, তাই না? আমার পরবর্তী ফিল্মের প্রথম লুকের পোস্টার উপস্থাপন করছি, একজন স্পাই-থ্রিলার যা আমাকে # মিস্টারআন্ডারকভার হিসাবে দেখাবে!’

 

 

ছবিটি পরিচালনা করছেন অনুশ্রী মেহতা। এটি অনুশ্রীর দ্বিতীয় ছবি। এর আগে ‘আনকহি’ নামে একটি ছবি পরিচালনা করেছেন অনুশ্রী। সেই ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ় করেছিল। অনুশ্রী বলেন, “প্রাথমিক পদক্ষেপ নেওয়া এবং আমাদের ফিল্মের ফার্স্ট লুক পৃথিবীর সঙ্গে সেয়ার করা স্যুরিয়াল। আমরা দর্শকদের মানসম্পন্ন কনটেন্ট দিতে বিশ্বাস করি এবং ‘মিসেস আন্ডারকভার’ দিয়ে তা-ই অর্জনের জন্য খুব চেষ্টা করেছি। ছবির শিরোনাম, পোস্টারের ক্ষেত্রে চিন্তা-ভাবনা প্রক্রিয়া দীর্ঘায়িত ছিল কারণ মানুষকে উচ্ছ্বসিত করতে হত। আমি এত আনন্দিত যে আমি রাধিকা আপ্তের মতো অভিনেতা মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছি।”

 

 

‘মিসেস আন্ডারকভার’ প্রযোজনা করছেন আরও একজন পরিচালক। তিনি আবীর সেনগুপ্ত। আবীর সম্প্রতি কিয়ারা আদবানিকে নিয়ে ‘ইন্দু কি জওয়ানি’ পরিচালনা করেছেন। আবীর এবং অনুশ্রী দু’জনেই বহু দিনের বন্ধু। দু’জনেই মুম্বইবাসী। দু’জনেই একসঙ্গে তৈরি করেছিলেন ওঁদের প্রথম বাংলা ছবি ‘যমের রাজা দিল বর’। আবির চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার অভিনয় করেছিলেন সেই ছবিতে। তখন ছবিতে প্রযোজকের ভূমিকায় ছিলেন অনুশ্রী, পরিচালনায় আবীর।

Next Article