Raha Kapoor: রাহাকে কোলে নিয়ে বিরক্ত সোনি, হঠাৎ কী এমন ঘটল?

Viral Video: দিদা অর্থাৎ আলিয়া ভাটের মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে ছিল রাহা। গাড়ি থেকে মুখ বার করে লং ড্রাইভ উপভোগ করছিল সে। এমনই সময় নজরে আসে সোনি রাজদানের মুখ বেজায় বিকৃত। রাহাকে টেনে নিয়ে গাড়ির কাঁচ তুলে দিল সে। 

Raha Kapoor: রাহাকে কোলে নিয়ে বিরক্ত সোনি, হঠাৎ কী এমন ঘটল?

Aug 09, 2024 | 5:45 PM

রাহা কাপুর, কাপুর পরিবারের চোখের মণি। আলিয়া ভাট ও রণবীর কাপুরের একমাত্র সন্তান। দেখতে দেখতে দেড় বছর বয়স হয়ে গেল তার। ডিসেম্বরেই ২-এ পা দেবে সে। একবছরের মাথায় ভক্তরা তার মুখ দেখেছিল। পাপারাৎজিদের সঙ্গে রাহার আগে আলাপ করিয়ে দিলেও সকলের সামনে রাহাকে এনেছিলেন জুটি একবছরের মাথায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত মুখ রাহা। মাঝে মধ্যে মা-বাবার সঙ্গে ক্যামেরায় ধরা দেয় সে। এবার যদিও মা বাবা নয়, দিদা অর্থাৎ আলিয়া ভাটের মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে ছিল রাহা। গাড়ি থেকে মুখ বার করে লং ড্রাইভ উপভোগ করছিল সে। এমনই সময় নজরে আসে সোনি রাজদানের মুখ বেজায় বিকৃত। রাহাকে টেনে নিয়ে গাড়ির কাঁচ তুলে দিল সে।

কী এমন করল ছোট্ট রাহা? না, তার কোনও দোষ নয়। রাহাকে দেখেই  ফাঁক তালে হাজির পাপারাৎজি। দূর থেকে ক্যামেরা নিয়ে এগিয়ে যেতেই বিরক্ত হলেন সোনি। নাতনিকে গাড়ির জানলা থেকে সরিয়ে এনে গাড়ির ভেতর বসিয়ে তুলে দিলেন কাঁচ। সেই মুহূর্তের ছবিই ফ্রেমবন্দি। রাহা কাপুর, অন্যতম চর্চিত স্টারকিড। শোনা যায় আলিয়া ও রণবীর তাঁদের নতুন বাড়ি নাকি লিখে দিয়েছে তার নামে। যার মূল্য ২৫০ কোটির কাছাকাছি।

রাহাকে নিয়ে স্বপ্নে বুক বাঁধছেন অনেকেই। ছোট্ট রাহার রক্তে কাপুর পরিবারের অভিনয় দাপট কি থাকবে? তার উত্তরও খোঁজার চেষ্টা করেছেন বিভিন্ন সেলিব্রিটি জ্যোতিষীরা। অনেকেরই দাবি, রাহাও অভিনয় জগতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করবে। দেশ বিদেশে তার নাম হবে। যদিও রাহা কেরিয়াক হিসেবে অভিনয়কে বেছে নেয় কি না, তার উত্তর সময় দেবে।