ছোট্ট রাহাই হতে চলেছে ভারতের সবচেয়ে ধনী তারকা সন্তান!

Raha Kapoor: জানেন কি রাহা কাপুরই হতে চলেছে ভারতের সবচেয়ে ধনী তারকা সন্তান। তার জন্য কী ব্য়বস্থা করছেন তাঁর বাবা রণবীর কাপুর এবং মা আলিয়া ভাট। এখন নাকি জানা যাচ্ছেন, রণবীরের পৈতৃক ভিটের নামটাও হবে রাহার নামে।

ছোট্ট রাহাই হতে চলেছে ভারতের সবচেয়ে ধনী তারকা সন্তান!
বাবা রণবীর কাপুর এবং মা আলিয়া ভাটের সঙ্গে রাহা।

|

Mar 27, 2024 | 5:36 PM

ছোট্ট রাহা এখন আস্তে-আস্তে বড় হচ্ছে। সেই বাবা রণবীর কাপুরের পরী। মেয়েকে একবিন্দু চোখের আড়াল করতে চান না রণবীর। তাঁর জন্য যেন সমস্ত পৃথিবী এক করে দিতে পারেন তিনি। ২০২২ সালে ১৬ নভেম্বর জন্ম হয় রাহার। তারপর থেকে তাকে নিয়েই যেন ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর। এখন নাকি রাহাই হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে ধনী সন্তান। তাঁর জন্য কি করতে চলেছেন রণবীর?

পৈত্রিক সূত্রে মুম্বইয়ে কাপুরদের কৃষ্ণরাজ বাংলোটি পেয়েছেন রণবীর কাপুর। সেই বাড়িটির মেরামতির কাজ চলছে এখন। প্রায়সই বাড়ির বাইরে দেখা যায় রণবীর এবং আলিয়াকে। বাড়ির কাজকর্ম ঠিক করে হচ্ছে কি না, তা দাঁড়িয়ে থেকে তদারকি করেন তাঁরা। সেই বাড়িটি নামও পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে, বাড়ির নাম হবে রাহার নামে। আরও বড় ব্যাপার, সেই বাড়িটিও পাবে রাহাই।

রণবীর-আলিয়া দু’জনেরই টাকা খরচ হচ্ছে এই বাড়ির নিরাপত্তির পিছনে। বলা হচ্ছে, শাহরুখ খানের ‘মন্নত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’র পর এই বাড়িটি নাকি হতে চলেছে বলিউডের অন্যতম দামী বাড়ি। সেই বাড়ির মালকিন হব পুচকু মেয়ে রাহা। বাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে। ২৫০ কোটি টাকা নাকি সেই বাংলোর দাম। ভাবতে পারছেন!