Rahul Dravid: রাহুল দ্রাবিড় এবার অভিনয়ে? বায়োপিকের প্রসঙ্গ উঠতেই কী বললেন…

Aug 23, 2024 | 5:14 PM

Biopic: তাঁর মুখের কথাতেই স্বপ্ন দেখছেন সকলে। কী সেই স্বপ্ন? পর্দায় কবে দেখা যাবে রাহুলকে? ঠিকই পড়েছেন। এবার অভিনয়ে পেতে চায় তাঁকে সকলে। তবে এই স্বপ্ন দেখালেনও তিনি।

Rahul Dravid: রাহুল দ্রাবিড় এবার অভিনয়ে? বায়োপিকের প্রসঙ্গ উঠতেই কী বললেন...

Follow Us

রাহুল দ্রাবিড়। বরাবরই তিনি অনুরাগীদের মন দখল রেখেছেন কেবল মাত্র ‘ক্লিন ইমেজ’ দিয়েই। কোনওদিন উত্তেজনার বশে এমন কোনও কাজ তাঁকে করতে দেখা যায়নি, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা ওঠে তুঙ্গে। তিনি নিজের কাজটাতেই বরাবর ফোকাস করে এসেছেন। কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর যখন সকলেই তাঁকে নিয়ে ভবিষ্যৎ দেখছিলেন, সেই সময়ই তিনি খেলার জগত থেকে সরে আসার সিদ্ধান্তে থেকেছেন অটল। রাহুল দ্রাবিড় এমনই মানুষ। সোজা কথার সোজা উত্তর। মজা, ঠাট্টা তাঁকে খুব একটা করতে দেখা যায় না। ফলে এবার তাঁর মুখের কথাতেই স্বপ্ন দেখছেন সকলে। কী সেই স্বপ্ন? পর্দায় কবে দেখা যাবে রাহুলকে? ঠিকই পড়েছেন। এবার অভিনয়ে পেতে চায় তাঁকে সকলে। তবে এই স্বপ্ন দেখালেনও তিনি।

বিষয়টা একটু ভেঙে বলা যাক। রাহুল দ্রাবিড় সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজে মুখেই স্বীকার করেন যে তিনি চাইলে অভিনয়েও আসতে পারেন। প্লেয়ারদের জীবনের কঠিন লড়াই নিয়ে ছবি দর্শকদের কাছে অনুপ্রেরণা। তাই মহেন্দ্র সিং ধোনী থেকে শুরু করে শচীন তেন্ডুলকর, সকলের গল্পই পেয়েছে পর্দায় স্থান। কথা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েও। এরই মাঝে রাহুল দ্রাবিড়কে নাগালে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিলেন, তাঁর বায়োপিকে তিনি কাকে দেখতে দেখতে চলেছেন?

প্রাথমিকভাবে, তাঁর বুঝতে একটু অসুবিধে হলেও মুহূর্তে তিনি প্রশ্ন বুঝে উত্তর দেন, ‘ভাল টাকা পেলে আমি নিজেই অভিনয় করতে পারি।’ যদিও তাঁর উত্তরে যে কেবল মজাই ছিল, সে ইঙ্গিত বুঝে নিতে কোনও সমস্যা হয় না। কারণ রাহুল দ্রাবিড়ের বায়োপিক নিয়ে বলিউডের অন্দরমহলে এখন কোনও জল্পনাই নেই। আর তিনিও যে সক্রিয়ভাবে অভিনয়ে আসতে চান, এ কথাও নিশ্চিত করে বলা যায় না। যদিও রাহুলের এই একটা উত্তরেই যেন স্বপ্ন দেখতে শুরু করে ভক্তরা। এই ভিডিয়ো ভাইরাল হতেই কমেন্ট বক্সে নানাজনের নানা মত। কেউ লিখলেন, তিনি যেমন মানুষ, ‘তাঁর বায়োপিকের সঙ্গে কোনও অভিনেতাই সুবিচার করতে পারবেন না।’ কেউ আবার লিখলেন, ‘৫৮-তে যখন শাহরুখ অভিনেতা হতে পারছেন, তবে কেন ৫১-তে রাহুল পারবেন না?’

Next Article