AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রীতি-রাহুলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ! কী করছেন দম্পতি?

সদ্য শেষ হয়েছে রাহুল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’। তার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল প্রীতি অভিনীত ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। কিন্তু দু’জনের একসঙ্গে ছুটি নেওয়া সম্ভব হচ্ছিল না এতদিন।

প্রীতি-রাহুলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ! কী করছেন দম্পতি?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 21, 2021 | 4:20 PM
Share

প্রীতি বিশ্বাস (Prity Biswas) এবং রাহুল মজুমদার (Rahul Mazumdar)। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির বহুদিনের ইচ্ছেপূরণ হল। কাজের চাপে এত পরিকল্পনা করেো বেড়াতে যাওয়ার সুযোগ হচ্ছিল না তাঁদের। অবশেষে সেই সুযোগ মিলল।

রবিবার সকালেই কলকাতা ছেড়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। কিন্তু কোথায় গেলেন, সে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য দেননি দম্পতি। TV9 বাংলার তরফে ফোন করা হলে প্রীতি বললেন, “সিমলা, মানালি, চণ্ডীগড় যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের। আজই এলাম সিমলায়। আমরা ২৭ মার্চ ফিরব।”

সদ্য শেষ হয়েছে রাহুল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’। তার কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছিল প্রীতি অভিনীত ধারাবাহিক ‘সৌদামিনির সংসার’। কিন্তু দু’জনের একসঙ্গে ছুটি নেওয়া সম্ভব হচ্ছিল না এতদিন। অবেশেষে সেই সুযোগ আসতেই বেড়ানোর পরিকল্পনা করে ফেলেছেন দম্পতি।

View this post on Instagram

A post shared by Prity Biswas (@iamprity11)

গত ১০ ফেব্রুয়ারি প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন রাহুল-প্রীতি। তাঁদের বিয়ের কয়েকদিন পর থেকেই লকডাউন শুরু হয়ে যায়। ফলে আলাদা করে বেড়াতে যাওয়া হয়নি।

বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে এসে প্রীতি বলেছিলেন, “বছরটা এমন ভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, বিয়ে হয়ে গিয়েছে। রাতে ঘুমনোর সময় মাকে যখন পাই না, তখন ফিল করি। বাকিটা নর্মাল লাইফ। আমার আর রাহুলের কোনও পরিবর্তন হয়নি। পরিবারকে ছেড়ে তো থাকিনি কখনও। মা, দাদা আমার স্তম্ভ। ওদের ছেড়ে থাকাটা কষ্টকর।” আর রাহুল শেয়ার করেছিলেন, “প্রীতির বদল যা হয়েছে, সবই পজিটিভ। বুঝতে শিখেছে অনেক। আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে আমাদের। ঝগড়া কম হয়। তবে ওর মতো আমিও বুঝতেই পারলাম না, একটা বছর কীভাবে কেটে গেল।”

আপাতত কয়েকটা দিন শহুরে কোলাহল থেকে ছুটি। ফিরে এসে ফের নতুন কাজ শুরুর পরিকল্পনা রয়েছে দম্পতির।

আরও পড়ুন, ‘আপনি কি ভ্যাম্পায়ার!’ বিশেষণ শুনে কী বললেন ভাস্বর?