দিন কয়েক আগেই বিগবস থেকে ফিরেছেন গায়ক-অভিনেতা রাহুল বৈদ্য। হাতে মিলেছে খানিক সময়। আর সেই সময়কেই কাজে লাগিয়ে গার্লফ্রেন্ড দিশা পারমারকে নিয়ে ছুটি কাটাতে গেলেন রাহুল, ‘তারাদের শহরে’…।
কোথায় গিয়েছেন রাহুল-দিশা? তা খোলসা করেননি দু’জনেই। তবে হেলিকপ্টারে তাঁদের দু’জনের ছবি দেখেই বোঝা যাচ্ছে বিলাসবহুল হতে চলেছে তাঁদের এই মিনি ট্রিপ। ইনস্টাগ্রামে রাহুলের শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, কালো টপ আর জিন্সের ‘কুল কম্বিনেশন’ই নিজের ট্র্যাভেল ওয়্যার হিসেবে বেছে নিয়েছেন দিশা। অন্যদিকে রাহুলের পছন্দ সাদা টি শার্ট এবং ডেনিমে ‘ওল্ড অ্যান্ড ক্লাসি’ কম্বিনেশন।
ছবির কোটেশনও বেশ ফিল্মি। নেহা কক্কর এবং জুবিন নওটিয়ালের সুপারহিট গান ‘তারো কে শহর মে’-ই জায়গা পেয়েছে রাহুলের ক্যাপশনে। অনুরাগীরাও উচ্ছ্বসিত। ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। বিগবস জিততে পারেননি রাহুল বৈদ্য। তবে দ্বিতীয় হয়েছিলেন তিনি। কুড়িয়েছিলেন ভক্তদের ভালবাসাও। হারানো জনপ্রিয়তাও ফিরে পেয়েছিলেন আবার। রাহুল ফিরতেই তাঁকে নিয়ে পোস্ট করেছিলেন দিশা। দুই পরিবারের ঘনিষ্ঠরা মিলে পার্টিও করেছিলেন। জমিয়ে হয়েছিল সেলিব্রেশন। বিগবস হাউজেই দিশার প্রতি ভালবাসার কথা প্রকাশ্যে আনেন রাহুল। দিশার জন্মদিনে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। রাজি হয়ে যান দিশাও। যদিও বিয়ে কবে, তা নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউ-ই।