টলিউডের তাবড়রা এক এক করে হাজিরা দিতে শুরু করেছেন অম্বানিদের হাইবাজেট জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে। যশ দাশগুপ্ত থেকে নুসরত জাহান, শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাইমা সেন ও রিয়া সেনও হাজির সেই হাইপ্রোফাইল পার্টিতে। এর আগেই টিভিনাইন বাংলাকে রাইমা জানিয়েছিলেন তিনি পরবেন মা মুনমুন সেনের শাড়ি, আর ওদিকে রিয়া সেন? তিনি কী পরলেন? দুই বোনের মধ্যে একটু বেশি মার্কসই বা পেলেন কোন জন?
খুবই সাদামাঠা ভাবে সেজেছিলেন রাইমা। গলায় চোকার। শাড়িতেও যে খুব বেশি জাঁকজমক আছে এমনটা নয়। মাথায় করেছিলেন খোঁপা। তাতে গুঁজেছিলেন ফুল। কপালে ছোট্ট একটা টিপ–ঝলমলে পোশাকের ভিড়ে তাঁর ওই লুক যেন চোখের আরাম। অন্যদিকে পিছিয়ে ছিলেন না ছোট বোন রিয়াও। তিনি পরেছিলেন বাহারি এক লেহেঙ্গা। চুল ছিল খোলা। খুব জমকালো সাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনিও। তবে বাঙালি কন্যে যেহেতু তাই রাইমার দিকেই নেটিজেনদের পাল্লা খানিক ভারী। বড় বোনকেই তাঁরা করেছেন ফার্স্ট।
বিয়ের দিন টলিউডের উপস্থিতি চোখে পড়েনি। তবে প্রীতিভোজে যেন উল্টে গেল সব হিসেবে নিকেশ। দক্ষিণী স্টাররা তো বটেই হাজির বাংলাও। সব মিলিয়ে গোটা ভারতকে যেন এক করলেন অম্বানি ও তাঁর পরিবার।