খবর এসেছে আগেই। পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’তে সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। খবর পেয়েই আপাতত ক্লাউড নাইনে অভিনেত্রী। যদিও দর্শকের মনে ক্ষোভ। অনেকেরই বক্তব্য, রাইমা সেন থাকতে আবার অন্য কেউ কেন? একদিকে দর্শনা যখন আনন্দে আত্মহারা তখন রাইমা কী বলছেন?
এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে দর্শনার ‘সুচিত্রা সেন’ লুকের ছবি আপলোড করা হয়। আর সেই ছবিতেই রাইমাকে কমেন্ট করতে দেখা যায়, “অনেক অনেক শুভেচ্ছা”। রাইমার থেকে শুভেচ্ছা অএয়ে আপ্লুত দর্শনাও। পাল্টা তিনিও লেখেন, “অনেক ভালবাসা। আর অনেক অনেক ধন্যবাদ।” স্ত্রীকে ‘সুচিত্রা’ রূপে দেখে খুশি সৌরভ দাসও। জানিয়েছেন ভালবাসা। এখানেই শেষ নয়, দর্শনাকে যারা কটাক্ষ করেছেন তাঁদের বিরুদ্ধেও প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। একজন লেখেন, দর্শনা যা নয়, তার চেয়েও বেশি তাঁকে দেখানো হয়। এই মন্তব্যে একেবারেই সায় নেই সৌরভের। সেই নেটিজেনকে কথা শোনাতেও ছাড়েননি তিনি।
মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুর ছোঁয়াতেই সুচিত্রা হয়ে উঠেছেন তিনি। ছবিটি আদপে ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে নির্মিত। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।