
১০ বছর পর দেব-শুভশ্রী জুটি একসঙ্গে মঞ্চে। তাঁরা জুটিতে একসঙ্গে আসতেই ফ্যানদের মনে উত্তেজনার ঢেউ বয়ে গিয়েছে। বহু বছর পরেও এই জুটির এমন প্রভাব টলিপাড়ায় নতুন অক্সিজেন জুগিয়েছে। এই জুটির ছবি সুপারহিট হলে অবশ্যই সম্ভাবনা তৈরি হতেই পারে এই জুটিকে আবার নতুন ছবিতে দেখার। যদিও বর্তমানে তাঁদের ছবি ও ভিডিয়ো যখন স্যোশাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ দিচ্ছে, তখন অনেকেই খোঁজ নিচ্ছে এই জুটির রিয়েল লাইফ পার্টনারদের।
এই ছবির মুক্তির খবর শুনে যেমন রুক্মিণী মৈত্র যেমন জানিয়েছেন, তিনি এই ছবির অপেক্ষায় রয়েছেন, তেমন পরিচালক রাজ চক্রবর্তীকে এই জুটির এত প্রশংসা নিয়ে প্রশ্ন করলে পরিচালক TV9 বাংলাকে জানালেন, তিনি সাপোর্ট তো করবেনই। তাঁর কথায়, “আমি সাপোর্ট না করার কে? যে কোনও বাংলা সিনেমা এলেই আমি সাপোর্ট করব। কারণ আমি নিজে একজন পরিচালক, আমি জানি একটা সিনেমার সঙ্গে কতটা স্বপ্ন জুড়ে থাকে। কতটা পরিশ্রম থাকে। অর্থ বিনিয়োগ করা থাকে। আর সেখানে দাঁড়িয়ে যে কোনও সৃজনশীল কাজকে আমি সাপোর্ট করব। আর ধূমকেতু নিয়ে বলতে গেলে, আমি জানি এটা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি, বহু বছর ধরে কৌশিকদার কাছে শুনে আসছি ছবিটা নিয়ে কৌশিকদার স্বপ্ন। বহু বার বলেছেন, এই ছবিটি মুক্তি পাওয়া দরকার। একদম অন্যরকম ছবি বানিয়েছেন তিনি।”
রাজ আরও যোগ করেন, “এই ছবিতে এতদিন পর দেব-শুভশ্রী জুটি আবার বড় পর্দায় আসছে , দর্শকদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে , দর্শকদের হলে ফেরার প্রবণতা বেড়েছে। এই ছবির উপর অনেক কিছুই নির্ভর করছে। কে বলতে পারে, হয়তো এই জুটির ছবি বক্স অফিসে মোড় ঘুড়ি দিতে পারে। আর সবথেকে বড় বিষয় হল এই ছবিতে আমার বউ রয়েছে। আমি আমার স্ত্রীকে সব বিষয়ে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। অন্ধের মতো ভালবাসি, ওকে সব কাজে এগিয়ে দিই।”