‘কী উত্তেজনা’, ইউভানের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনলেন রাজ

Feb 06, 2021 | 12:38 PM

বড় হচ্ছে ইউভান। দেখতে দেখতে পাঁচ মাস হতে যাচ্ছে তাঁর।

কী উত্তেজনা, ইউভানের নতুন ভিডিয়ো প্রকাশ্যে আনলেন রাজ
ইউভান।

Follow Us

বড় হচ্ছে ইউভান। দেখতে দেখতে পাঁচ মাস হতে যাচ্ছে তাঁর। বাবা রাজ চক্রবর্তী ব্যস্ত শিডিউল সামলেও ছেলেকে সামলাচ্ছেন সযত্নে। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও সিনেমা, ফ্ল্যাশলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে আপাতত ইউভানকে আঁকড়েই গোছাচ্ছেন সংসার। ওদিকে ছোট্ট ইউভানও কথা শিখছে আস্তে আস্তে। আদর জড়ানো আধো বুলিতে প্রকাশ করছে ইচ্ছে, শখ-আহ্লাদ। ছেলের এই কীর্তিকলাপে মুগ্ধ বাবা রাজ। ছেলের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে চড়ছে রাজেরও উত্তেজনার পারদ।

শনিবার ইউভানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। বেবি কটে শুয়ে গোল গোল চোখে তাকিয়ে বাবার সঙ্গে কত কথাই বলছে একরত্তি। শুধু যে কথা বলছে তাই নয়। ফোকলা দাঁতে ক্যামেরার ওপারের মানুষটিকে দেখে ফিকফিক করে হাসছেও সে। ভিডিয়ো শেয়ার করে রাজ লিখেছেন ‘মাই বয়’। মনে পড়ে যায় ১২ সেপ্টেম্বর ইউভান যখন এল তখন হাসপাতালে তাকে কোলে নিয়ে রাজের সেই আদর। নরম তুলতুলে ছোট্ট মানুষটিকে দু’হাতে তুলে রাজ একনাগাড়ে বলছিলেন, “কে এটা? আমার বেবিটা নাকি? কী বলছে আমার বেবি?” রাজ তখন সুপারহিট পরিচালক নন, তাঁর আশেপাশে তখন ভিড় করে নেই পাপারাৎজির ক্যামেরাও…তখন তাঁর একটাই পরিচয়। তিনি ইউভানের বাবা।

শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর যখন প্রকাশ্যে আসে তখন ভরা লকডাউন। একদিকে করোনা তখন তুঙ্গে। অন্যদিকে রাজের বাবা মারা গেলেন অল্প কয়েকদিনের রোগভোগের পর। রাজ নিজেও করোনা আক্রান্ত হলেন। পিতৃশোক কাটিয়ে, সমস্ত বাধা দূরে ঠেলে অবশেষে তাঁর পরিবারে এসেছে এক মিষ্টি রোদ। যে রোদের নাম ইউভান চক্রবর্তী।

 

Next Article