AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নির্বাচন শেষ, অবশেষে ইউভানকে কাছে পেলেন রাজ, শুভশ্রী যদিও ‘অধরা’ই

সিম্বার মাথার ঘন চুল আর তাতে দু'দিকে ঝুঁটি বাঁধা। নেটিজেনরা যেন চোখ ফেরাতেই পারছেন না। বাবার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছে সে। আর রাজের মুখে চওড়া হাসি।

নির্বাচন শেষ, অবশেষে ইউভানকে কাছে পেলেন রাজ, শুভশ্রী যদিও 'অধরা'ই
বাবার সঙ্গে ইউভান।
| Updated on: Apr 23, 2021 | 7:59 PM
Share

বাইপাসের ধারে হাইরাইজের গা ঘেঁষে তখন সূর্য ডুবছে। প্রিয় সিম্বাকে অনেক দিন পর কাছে পেয়েছেন ‘মুফাসা’। ‘মুফাসা’ অর্থাৎ রাজ চক্রবর্তী। ছেলে ইউভানকে রাজ ডাকেন ‘সিম্বা’ বলেই। বিগত এক মাস ধরে ভোটের প্রচার, মিটিং-মিছিল এবং অবশেষে নিজের কেন্দ্রে ভোট মিটিয়ে বাড়ি ফিরেছেন রাজ। বাড়ি ফিরেই উইকেণ্ডে তাঁর সঙ্গী তাঁর ‘সিম্বা’।

সিম্বার মাথার ঘন চুল আর তাতে দু’দিকে ঝুঁটি বাঁধা। নেটিজেনরা যেন চোখ ফেরাতেই পারছেন না। বাবার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছে সে। আর রাজের মুখে চওড়া হাসি। সপ্তাহের শেষে একটুকরো শান্তিকে জাপটে আছেন তিনি। দূরে ‘আরবানা’র উঁচু বিল্ডিং। তার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে নীলআকাশ। পেছনে দিগন্তরেখায় পড়ন্ত রোদেলা আলো। বাবা-ছেলের কেমিস্ট্রি সেই আলোকে করেছে আরও উজ্জ্বল।

শুভশ্রীর করোনা হয়েছে। তাই চাইলেও রাজের কাছে আসতে পারবেন না তিনি। কাছে আসতে পারবেন না ইউভানেরও। সন্তানকে ছেড়ে থাকার যন্ত্রণা যে কী নিদারুণ, সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে এখন বোধহয় কিছুটা হলেও স্বস্তিতে তিনি। মা’কে কাছে না পেলেও বাবার আদর পাচ্ছে তাঁর একরত্তি। ২ মে কী হবে রাজ জানেন না, তবে মাঝের ক’টা দিন পরিবারের জন্যই তুলে রাখছেন পরিচালক।

আরও পড়ুন– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতার