ভিডিয়ো: মা নেই, ছোট্ট ইউভানের উপর ‘টর্চার’ চালিয়ে গেলেন রাজ

কমেন্টে লেখা— ইস একমুখ দাড়ি নিয়ে, দাড়ি বাবার অত‍্যাচারে অত‍্যাচারিত কুট্টু সোনা।

ভিডিয়ো: মা নেই, ছোট্ট ইউভানের উপর 'টর্চার' চালিয়ে গেলেন রাজ
বাবার সঙ্গে ইউভান।
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 2:24 PM

নির্বাচনী প্রচার, মিটিং-মিছিল পেরিয়ে নিজের কেন্দ্র বারাকপুরে ভোট। ভেটের দিনে ‘গো-ব্যাক’ স্লোগান থেকে রাজনৈতিক হিংসা, সবটাই দেখেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী-পরিচালক রাজ চক্রবর্তী। এখানেই শেষ নয় মন ভারাক্রান্ত হওয়ার কারণ রয়েছে, স্ত্রী শুভশ্রী কোভিডে আক্রান্ত। কিন্তু এসবের মধ্যেও নিশ্চিন্তির একমাত্র ঠিকানা তাঁর একমাত্র পুত্রসন্তান ইউভান।

ভোটপর্ব কাটিয়ে যখন ইউভানকে কোলে তুলে ছবি তুললেন শুক্রবার তখন বাইপাসের ধারে হাইরাইজের গা ঘেঁষে সূর্য ডুবছে। সবার কাছে যে ইউভান, রাজের কাছে সে ‘সিম্বা’। এতদিন পর তাঁকে কাছে পেয়ে প্রথম রাউন্ডে ছবি তুলেছেন ঠিকই কিন্তু দ্বিতীয় রাউন্ড অর্থাৎ আজ তাঁকে অতিষ্ট করে তুলেছেন রাজ। ভিডিয়ো পোস্ট করে সে কথা স্বীকারও করেন রাজ। কী সেই ভিডিয়ো?

 

আরও পড়ুন বলিউডে আবার এক দুঃসংবাদ! কোভিডে মৃত্যু ‘তিতলি’ খ্যাত ললিত বহেলের

 

আদর আর চুমু। গোটা ভিডিয়োতে আদরে ভরিয়ে দিচ্ছেন রাজ তাঁর একমাত্র পুত্রকে। যাকে বলে ভালবাসার টর্চার করে চলেছেন। গালে, মুখে, ঘাড়ে ভরিয়ে দিচ্ছেম চুমুতে। কিন্তু ছোট্ট ইউভান কিন্তু টু-শব্দ করছে না। ভিডিয়োর ক্যাপশনে রাজ লিখেছেন, ‘বাবার অত্যাচারে ইউভান জর্জরিত!’

 

 

দেড় মিনিটের ভিডিয়োতে ইউভানকে বেশ হতবম্বই দেখাচ্ছে। ভাব এমন ‘যে এ কী হচ্ছে রে বাবা!’ কিন্তু কোথাও নেই কান্নাকাটির কোন চিহ্ন। শুধু একবার মুখ ফেরাতেই বাবা রাজ চক্রবর্তীর মুখে শোনা যায়, ‘মুখ ঘোরালে হবে না, বাবা এখন টর্চার করবে, বাবার টর্চার সহ্য করতে হবে তোমাকে। ঠিক আছে?’

বাবার অত্যাচার সহ্য করার জন্য ধন্যবাদও জানিয়েছেন ছোট্ট ইউভানকে। ভিডিয়োর কমেন্টে কেউ লিখেছেন, ‘রাজ দা, ইউভানকে একদিন ব্যারাকপুরে নিয়ে এসো প্লিজ’ তো কেউ লিখেছেন, “ইস একমুখ দাড়ি নিয়ে, দাড়ি বাবার অত‍্যাচারে অত‍্যাচারিত কুট্টু সোনা। পারলে উঠে দৌড়ে পালায়। আহারে মাকে পাচ্ছে না। ভালো থাকুক সোনাটা।’