বিয়ের তিন বছর পর বাবা হচ্ছেন রাজকুমার রাও, স্ত্রী পত্রলেখাকে সঙ্গে নিয়ে কী লিখলেন অভিনেতা?

সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন খুব শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ২০২১ সালের নভেম্বর মাসে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার।

বিয়ের তিন বছর পর বাবা হচ্ছেন রাজকুমার রাও, স্ত্রী পত্রলেখাকে সঙ্গে নিয়ে কী লিখলেন অভিনেতা?

|

Jul 09, 2025 | 5:56 PM

সুখবর দিলেন বলিউডের তারকা দম্পত্তি রাজকুমার রাও ও পত্রলেখা। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন খুব শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ২০২১ সালের নভেম্বর মাসে ছিমছাম বিয়ের অনুষ্ঠানে পত্রলেখার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা রাজকুমার।

সালটা ২০১৪। ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু রাজ ও পত্রলেখার প্রেম কাহিনি। তবে প্রেম বাড়লেও, সংসার শুরু করার ক্ষেত্রে দুজনেই নিয়েছিলেন যথেষ্ট সময়। এমনকী, সবার থেকে গোপনও রেখেছিলেন তাঁদের সম্পর্ক।

বহু আগে এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়ে ছিলেন, আলাপ আগে স্ক্রিনে রাজকুমারের অভিনয় দেখে মুগ্ধ হয়ে ছিলাম। তবে এক বিজ্ঞাপনে রাজকুমারকে দেখে মনে হয়েছিল, রাজই আমার স্বপ্নের পুরুষ। সেদিন থেকেই রাজকুমারকে ভাললাগা শুরু। সুখবর পেয়ে, রাজকুমার ও পত্রলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরত বারুচা, পুলকিত সম্রাট, ফারহান আখতারের মতো বলিউডের তারকারা।