AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার হাসির একমাত্র কারণ তুমি’, পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা রাজকুমারের

দিন কয়েক আগে ভ্যালেন্টাইন ডে-র দিনও একে অপরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন এই জুটি। রাজকুমারের শেষ কাজ প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য হোয়াইট টাইগার’।

‘আমার হাসির একমাত্র কারণ তুমি’, পত্রলেখাকে জন্মদিনের শুভেচ্ছা রাজকুমারের
পত্রলেখা এবং রাজকুমার। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Feb 20, 2021 | 12:53 PM
Share

প্রেমিকার জন্মদিন। তা স্পেশ্যাল তো বটেই। আর এমন একটা দিন আলাদা ভাবে সেলিব্রেট করতে চান বলিউড (bollywood) অভিনেতা (Actress) রাজকুমার রাও (Rajkummar Rao)। পত্রলেখার ৩১তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন রাজকুমার। শুভেচ্ছা বার্তা যেন প্রেমিকাকে লেখা খোলা চিঠি।

রাজকুমার লিখেছেন, ‘শুভ জন্মদিন, ভালবাসা। তুমি আমার দেখা সবথেকে আকর্ষণীয় এবং দয়ালু মেয়ে। সন্তান হিসেবে সেরা, পার্টনার হিসেবেও তাই। আবার সেরা বোন এবং প্রিয় বন্ধু। প্রতিদিন তুমি আমাকে উৎসাহ দাও। আমার শক্তি হয়ে থাকার জন্য ধন্যবাদ। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। পৃথিবীর সব আনন্দ এবং খুশি তুমি পাও, আমি সেটাই চাই। কারণ এটা তোমার প্রাপ্য।’

শুধু এখানেই থেমে থাকেননি রাজকুমার। ২০১৪-এ মুক্তি পেয়েছিল হনসল মেহেতা পরিচালিত রাজকুমার এবং পত্রলেখা অভিনীত ছবি ‘সিটি লাইটস্’। সে ছবি দর্শক মহলে প্রশংসা পেয়েছিল। ‘সিটি লাইটস্’-এর টাইটেল ট্র্যাক ‘মুস্কুরানে’র সূত্র ধরে পত্রলেখাকে রাজকুমার লেখেন, ‘আমার হাসির একমাত্র কারণ তুমি’।

আরও পড়ুন, নিজের মেয়ে এবং শাহরুখের ছেলেকে পাশাপাশি দেখে কী প্রতিক্রিয়া দিলেন জুহি?

দিন কয়েক আগে ভ্যালেন্টাইন ডে-র দিনও একে অপরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন এই জুটি। রাজকুমারের শেষ কাজ প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য হোয়াইট টাইগার’। অন্যদিকে ধীরে ধীরে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করে নিচ্ছেন পত্রলেখাও। প্রেমের সম্পর্কের পরিণতিতে কবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি এই জুটি।