
কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার প্রায় বাইশ বছর পর আবার বাংলা সিনেমায় অভিনয় করেছেন। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘আমার বস’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির প্রচারে রাখি গুলজার কলকাতায় এসে নিজের ছোটবেলাকে ফিরে পাচ্ছেন। কখনও ভিক্টরিয়াতে ফুচকা খচ্ছেন তো কখনও রাধু বাবুর দোকানে কাটলেট উরভোগ করছেন। এরই মাঝে অভিনেত্রীর সঙ্গে tv9 বাংলার আড্ডায় উঠে এল, কাশ্মীর প্রসঙ্গ। দেশবাসীর মতো তিনিও কাশ্মীর এর জঙ্গি হানা নিয়ে শোকাচ্ছন্ন । প্রসঙ্গত বহু ছবির শ্যুট তিনি করেছেন কাশ্মীর এর ভ্যালিতে ।
কাশ্মীর নিয়ে রাখি গুলজার বললেন, ” টিভি খুললেই কাশ্মীরের খবর দেখতে পাচ্ছি , মন খারাপ আমার। আমি যে কাশ্মীরকে দেখেছি, অনেক আলাদা। ১৯৭৩ সাল থেকে কাশ্মীরে বহু শ্যুট করেছি। কাশ্মীরে দুর্গাপুজো হতে দেখেছি। ‘ধর বাড়ির ‘ দুর্গাপুজো। ওখানকার মানুষ আমার মেয়ের জন্য পাশমিনা ও অন্যান্য কাপড় দিয়ে পোশাক বানিয়ে দিতো। এরপর শেখ আবদুল্লাহ-র (ওমর আবদুল্লাহর প্রপিতামহ) মৃত দেহ যখন কাশ্মীর আসে আমি ওখানেই ছিলাম।” তিনি আরও বলেন, ” নিরীহ পর্যটকদের মেরে কী লাভ হল! বুঝতে পারিনা”। ( চোখের কোন জলে চিক্ চিক্ করে ওঠে রাখি গুলজারের)।
রাখি গুলজারের বহু ছবিতে দেখা যায় কাশ্মীরকে। ‘কভি কভি ‘-র বিখ্যাত দৃশ্য থেকে ‘বেমিসাল’ সিনেমার সেই বহুল প্রচলিত গান ‘ইয়ে কাশ্মীর হ্যায়’ আজও জনপ্রিয়, এই ছবিতেই অমিতাভ বচ্চন, রাখি গুলজার সঙ্গে বিনোদ মেহরার চরিত্র দর্শকদের স্মৃতিতে আজও উজ্জ্বল। অভিনেত্রী রাখি আউট ডোর শ্যুট বেশি পছন্দ করতেন। তাঁর কথা অনুযায়ী শ্যুটিং এর কাজেই কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পেরেছেন অভিনেত্রী।