চারটে কেমো নেওয়া হয়েছে ইতিমধ্যে। বাকি আছে আরও দু’টো– মুম্বইয়ের হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা। এর মধ্যেই ‘টাইগার’ সলমনকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুধু ধন্যবাদই নন প্রকাশ্যেই বললেন সলমন তাঁর ‘গড ব্রাদার’।
হাসপাতালে মায়ের সঙ্গেই এক ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। কেমোয় উঠে গিয়েছে চুল, মুখে চোখে ক্লান্তি, কিন্তু হার মানেননি তিনি। রাখির কাছে তিনি ‘বাঘিনী’। রাখি জানিয়েছেন এই চরম দুর্দিনে তাঁর পাশে আছেন সলমন খান-সহ তাঁর গোটা পরিবার। সলমনের পারিবারিক ডাক্তার প্রতিনিয়ত তাঁর মায়ের খোঁজ রাখছেন। রাখি জানিয়েছেন, কেমোথেরাপির পার্শ্বপ্রিতক্রিয়া দেখা গিয়েছে তাঁর মায়ের শরীরে। পেট ব্যথা থেকে শুরু করে বমি– পোহাতে হচ্ছে একের পর এক যন্ত্রণা। কিন্তু তা সত্ত্বেও শক্ত আছেন তাঁর বয়স্ক মা। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধু পাশে দাঁড়িয়েছে রাখি সাওয়ান্তের। বিন্দু দারা সিং থেকে শুরু করে পরশ ছাবড়া, রাখির মা’কে দেখতে হাসপাতালেও গিয়েছেন। রাখির বন্ধু কাশ্মীরা শাহ, সম্ভাবনা শেঠকেও দেখা গিয়েছে রাখির পাশে, হাসপাতাল চত্বরে। অনুরাগীরা তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন অনবরত।
বিগবস হাউজে থাকাকালীনই মায়ের অসুস্থতার খবর পান রাখি। প্রথমাবস্থায় একেবারে ভেঙে পড়েন তিনি। শো ছেড়ে আসতে চাইলে তাঁর মা’ই তাঁকে বারণ করে। কিন্তু ফাইনালে যখন বিগবস ১৪ লক্ষ টাকা অফার করে রাখিকে হাউজ ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন রাখি তা লুফে নেন। কারণ হিসেবে রাখি জানান, তিনি দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে আসবেন সে ব্যাপারে নিশ্চিত থাকলেও প্রথম হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। আর বিগবস হাউজে যেহেতু বিজয়ী ছাড়া আর কেউ প্রাইজ মানি পান না, তাই ১৪ লক্ষ টাকা অফার করা হলে তিনি না করতে পারেননি। তাঁর পয়সার দরকার, মায়ের চিকিৎসার জন্য।
ইন্ডাস্ট্রিতে এতদিন ‘ড্রামা কুইন’, ‘নওটাঙ্কি’, ‘আইটেম গার্ল’, ‘পটাকা’ ইত্যাদি বিশেষণে পরিচিত রাখি বিগবসের এই সিজনে নিজেকে মেলে ধরেছিলেন একেবারে অন্যরূপে। সলমন খানও এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন তিনি ‘এন্টারটেনমেন্টের দোকান’। নেটিজেনরাও আবিষ্কার করেছিলেন এক অন্য রাখিকে। যে রাখি সৎ, পরোপকারী যার একটা সুন্দর মন আছে। যে ভালবাসতে জানে, ভালবাসা পেতেও চায়।