ক্যানসার আক্রান্ত মাকে দেখতে হাসপাতালে রাখি, আর্থিক সাহায্যের আশ্বাস বন্ধু কাশ্মীরা-সম্ভাবনার
তবে দুঃসময়ে যাঁরা পাশে থাকেন, তাঁরাই যে প্রকৃত বন্ধু একথা ফের একবার প্রমাণ করে দিয়েছেন কাশ্মীরা এবং সম্ভাবনা। দুই অভিনেত্রীই জানিয়েছেন, মানসিক সমর্থন হোক আর্থিক সাহায্য, এই সময়ে রাখির পাশের রয়েছেন তাঁরা।
ক্যানসারের চিকিৎসা চলছে রাখি সাওয়ান্তের মায়ের। আজই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাখি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন কাশ্মীরা সিং এবং সম্ভাবনা শেঠ। অনস্ক্রিনে বহু জায়গায় দেখা গিয়েছে, এই তিন তারকাই কোমর বেঁধে একে অন্যের সঙ্গে ঝগড়া করেছেন। পেশার খাতিরে কাজের দুনিয়ায় নিজেদের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে তাঁদের। তবে দুঃসময়ে যাঁরা পাশে থাকেন, তাঁরাই যে প্রকৃত বন্ধু একথা ফের একবার প্রমাণ করে দিয়েছেন কাশ্মীরা এবং সম্ভাবনা। দুই অভিনেত্রীই জানিয়েছেন, মানসিক সমর্থন হোক আর্থিক সাহায্য, এই সময়ে রাখির পাশের রয়েছেন তাঁরা।
View this post on Instagram
এদিন মাকে দেখে হাসপাতাল থেকে বেরনোর সময়ে পাপারাৎজির নজরবন্দি হন রাখি। সেই সময়েই তাঁর সঙ্গে দেখা যায় কাশ্মীরা সিং এবং সম্ভাবনা শেঠকে। জানা যায়, রাখির মাকে দেখতে হাসপাতালে এসেছিলেন তাঁরাও। সকলেই জানান যে, রাখির মা ভাল রয়েছেন। ওষুধপত্র এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। সকলের প্রার্থনা প্রয়োজন ওনার। সেই সঙ্গে রাখির দুই বন্ধুই জানান, যখন কারও মা অসুস্থ থাকেন, তখন বাকি সব প্রতিযোগিতা-ঝগড়া দূরে সরিয়ে রাখতে হয়। পাশাপাশি দুই অভিনেত্রীই জানান, বন্ধুকে সাহায্যের জন্য সবরকম ভাবে পাশে থাকবেন তাঁরা।
View this post on Instagram
সম্প্রতি বিগ বসের ঘরে দেখা গিয়েছিল রাখিকে। সিজন-১৪ তে নজর কেড়েছিলেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন অনেকবারই রাখিকে বলতে শোনা গিয়েছিল, তাঁর মা হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের চিকিৎসার জন্য তাঁর প্রচুর টাকার প্রয়োজন। তখন অবশ্য মায়ের অসুখের বিষয়ে বিশেষ কিছু জানাননি রাখি। তবে শো ছেড়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় বসে রয়েছেন রাখির মা। এই ছবি শেয়ার করে রাখি লেখেন, “সকলে মায়ের জন্য প্রার্থনা করুন। মায়ের ক্যানসারের চিকিৎসা চলছে।” এরপরই জানা যায় যে, রাখির মায়ের কেমোথেরাপি চলছে।