আয়ুষ্মান ‘ডক্টর জি’, রকুল প্রীত সিং মেডিক্যালের ছাত্রী

অভিনয় করছেন রকুল প্রীত সিং। ছবিতে রকুলের নাম ডক্টর ফাতিমা। ফাতিমা মেডিক্যালের ছাত্রী।

আয়ুষ্মান ‘ডক্টর জি’, রকুল প্রীত সিং মেডিক্যালের ছাত্রী
রকুল, আয়ুষ্মান একসঙ্গে।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 1:06 PM

ছবির নাম ‘ডক্টর জি’। পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ। ইনস্টাগ্রামে হাতে ছবির স্ক্রিপ্ট নিয়ে আয়ুষ্মান ছবি পোস্ট করে লিখেছিলেন, “পরামর্শের জন্য শীঘ্রই খোলা হচ্ছে।” আয়ুষ্মান জানান যে তিনি স্ক্রিপ্টের প্রেম পড়ে গেছেন কারণ গল্পে রয়েছে নতুনত্ব। এও বলেন, “অনন্য এবং উদ্ভাবনীয় ভাবনা যা আপনাকে হাসাবে এবং একই সঙ্গে আপনাকে ভাবিয়ে তুলবে। আমার কেরিয়ারে প্রথম আমি ডাক্তারের কোট গায়ে পরতে চলেছি এবং আমি এমন এক বার্তা পৌঁছে দেব যা আপনার হৃদয়ের সঙ্গে সরাসরি যোগস্থাপন করবে।”

‘ডক্টর জি’ ছবি নিয়ে ফিল্মি বাজারে এল নতুন খবর। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করছেন রকুল প্রীত সিং। ছবিতে রকুলের নাম ডক্টর ফাতিমা। ফাতিমা মেডিক্যালের ছাত্রী। ক্যাম্পাস কমেডি ড্রামা এই ছবিতে আয়ুষ্মান, ডক্টর উদয় গুপ্তা এবং ডক্টর ফাতিমা কলেজ সিনিয়র।

রকুল ছবি প্রসঙ্গে বলেন, “ছবি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। ‘ডক্টর জি’-তে আমার জীবনের অনেক কিছু প্রথমবারের জন্য হতে চলেছে। তার মধ্যে আয়ুষ্মানের সঙ্গে অভিনয়ও রয়েছে। আমি প্রযোজনা সংস্থার এবং পরিচালক অনুভূতি কাশ্যপকে ধন্যবাদ জানাই। স্ক্রিপ্ট শোনা মাত্রই আমি তার প্রেমে পড়ে যাই। ভীষণ ইন্টারেস্টিং গল্প। কলেজ ক্যাম্পাসের পটভূমিতে নির্মিত মেডিক্যাল প্রফেশনালদের গল্প বলবে। দর্শকদের একটা নতুন দৃষ্টিকোণ দেবে। আমি শুটিং শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”