কন্ডোম টেস্টারের ভূমিকায় এবার অভিনয় করবেন রাকুল প্রীত সিং

রণজিৎ দে |

Apr 26, 2021 | 12:40 PM

কন্ডোম টেস্টার। অনেকের কাছেই এই শব্দবন্ধটিই একেবারে নতুন। মনে প্রশ্ন জাগে এরা কারা? কাজ কী এদের? এমনিতেই ভারতে এখনও কন্ডোম নিয়ে অনেক লুকোচুরি।

কন্ডোম টেস্টারের ভূমিকায় এবার অভিনয় করবেন রাকুল প্রীত সিং
রাকুল প্রীত সিং

Follow Us

নতুন আইডিয়া। নতুন চরিত্র। রনি স্ক্রুওয়ালা যবে থেকেই বলিউডে ছবি বানাতে এসেছেন একের পর এক নতুন কনসেপ্টের সিনেমা বানিয়েছেন। আবার এক নতুন গল্প নিয়ে তিনি আসছেন। এবারে এক কন্ডোম টেস্টারের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাকুল প্রীত সিং।

কন্ডোম টেস্টার। অনেকের কাছেই এই শব্দবন্ধটিই একেবারে নতুন। মনে প্রশ্ন জাগে এরা কারা? কাজ কী এদের? এমনিতেই ভারতে এখনও কন্ডোম নিয়ে অনেক লুকোচুরি। ওষুধের দোকানে কন্ডোম কিনতে গেলে বেশিরভাগ মানুষ এখনও লজ্জা পান। আর কন্ডোম টেস্টারের ব্যাপারে তো জানেনই না অনেকে। কন্ডোম টেস্টারের কাজ কী? বড় বড় কন্ডোম তৈরির কারখানাগুলো প্রাপ্তবয়স্কদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কন্ডোমগুলো কারখানা থেকে বেরোলেই এই প্রাপ্তবয়স্কদের দেওয়া হয়। তারা যৌনতায় লিপ্ত হয়ে এই কন্ডোমের কার্যক্ষমতা তারা পরখ করে বলেন। কন্ডোম টেস্টারদের রিপোর্টের ওপর নির্ভর করেই কন্ডোম কোম্পানিগুলো বাজারে মতুম কন্ডোম নিয়ে আসে। সেক্ষেত্রে কন্ডোম টেস্টারদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরকমই এক কন্ডোম টেস্টারের ভূমিকায় অভিনয় করবেন রাকুল প্রীত সিং।

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন চিত্রনাট্য শুনে রাকুলের পছন্দ হয়েছে। তিনি রাজিও হয়েছেন। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। করোনা পরিস্থিতি একটু ঠিক হলেই শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন প্রযোজক। রাকুলের পাইপলাইনে এখন পর পর ছবি। খুব শীঘ্রই ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে তাঁকে দেখা যাবে। এই ছবির মাধ্যমেই তিনি ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন।

আরও পড়ুন:মালদ্বীপ থেকে মুম্বই ফিরে কী বললেন আলিয়া-রণবীর?

Next Article