বিয়ের প্ল্যানে বদল মোদীর আবেদনে, বলিউড নায়িকা এখন তাহলে কী করবেন?

Rakul Preet Wedding: সম্প্রতি নরেন্দ্রমোদী দেশের ব্যবসার কথা মাথায় রেখে সকলের উদ্দেশে আবেদন করেছিলেন দেশের বুকে বিয়ে করতে। যে ক্যাম্পেনিং-এর নাম দিয়েছিলেন ওয়েড ইন ইন্ডিয়া। রাকুল প্রীত সিং তাই প্রধান মন্ত্রীর ডাকে সাড়া দিতেই এবার পাল্টে ফেললেন ভেনু। 

বিয়ের প্ল্যানে বদল মোদীর আবেদনে, বলিউড নায়িকা এখন তাহলে কী করবেন?

Jan 31, 2024 | 6:50 PM

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাকুল প্রীত সিং। বছর পড়তেই এই খবর সামনে এসেছিল। সেলেবদের বিয়ে মানেই নানা জল্পনা। যতই খবর চেপে রাখার চেষ্টা চলুক না কেন, পাপারাৎজিদের নজর থেকে যেন কিছুই এড়ায় না। তাই রাকুলের বিয়ের খবরও আর চাপা থকল না। সবটাই স্থির হয়ে হয়ে গিয়েছিল আগে থেকেই। ডেস্টিনেশন ওয়েডিং। সেলেবদের জীবনে খুব চেনা একটা শব্দ। বিয়ে নিয়ে সকলেরই নানান স্বপ্ন থাকে। জীবনের এই বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলতে বিভিন্ন প্ল্যান থাকে। রাকুল প্রীতেরও ঠিক তেমনটাই ছিল। স্থির করেছিলেন বিদেশে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে সম্প্রতি নরেন্দ্রমোদী দেশের ব্যবসার কথা মাথায় রেখে সকলের উদ্দেশে আবেদন করেছিলেন দেশের বুকে বিয়ে করতে। যে ক্যাম্পেনিং-এর নাম দিয়েছিলেন ওয়েড ইন ইন্ডিয়া। রাকুল প্রীত সিং তাই প্রধান মন্ত্রীর ডাকে সাড়া দিতেই এবার পাল্টে ফেললেন ভেনু।

এবার আর বিদেশ নয়, গোয়াতে বসছে বিয়ের আসর। ২১ ফেব্রুয়ারি গালা এই বিয়ের আসর বসতে চলেছে। যা নিয়ে ভক্ত মনে উত্তেজনা তুঙ্গে। প্রসঙ্গত, প্রেমিক জ্যাকি বিজলানির গলায় মালা দিতে চলেছেন তিনি। এই জুটি ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন। তবে শেষ মুহূর্তে সম্পূর্ণ বদলে গেল প্ল্যান। মোদীর আবেদনে সাড়া দেওয়ায় শেষ মুহূর্তে ব্যস্ততা এখন তাঁদের তুঙ্গে। সূত্রের খবর ছয় মাস আগেই বুকিং হয়ে গিয়েছিল সবটা। মধ্যপ্রাচ্যের এক শহরে বিয়ে করবেন বলে স্থির করেন তাঁরা। তবে শেষ মুহূর্তে স্থির করেন, তাঁরা ভারতের বুকেই অনুষ্ঠান করবেন। সেই অনুযায়ী স্থির করা হয় গোয়া। এবার তাই শেষ বেলায় ব্যস্ততা তুঙ্গে।