সিনেমাজগতে প্রতারণার খবর প্রথম নয়। কখনও চেক বাউন্স, কখনও আবার শেষ মুহূর্তে কাস্ট বদল, যা নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড পরিচালক রাম গোপাল ভর্মাক। চেক বাউন্স মামলায় মুম্বই আদালত এবার তাঁকে দিল তিন মাসের কারাদণ্ড। আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু পরিচালক সেদিন অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১৮ সালে ‘শ্রী’ সংস্থার প্রতিনিধি মহেশচন্দ্র মিশ্র রাম গোপাল ভর্মার সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল, ভর্মার দেওয়া একটি চেক ব্যাংক থেকে ফিরিয়ে দেওয়া হয়, কারণ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। এরপরই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-এর আওতায় বিষয়কে অপরাধ হিসেবে গ্রহণ করা হয়।
এদিন আদালত রায় দিয়েছেন, ভর্মাকে তিন মাস জেলের সাজা ভোগ করতে হবে এবং তিন মাসের মধ্যে মামলাকারীকে ৩.৭২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের টাকা দিতে ব্যর্থ হলে আরও তিন মাসের জেলের মেয়াদ বেড়ে যাবে পরিচালকের।
পরিচালকের বিরুদ্ধে এই রায় এক কথায় বলতে গেলে সিনেপাড়ার সদস্যদের জন্যে এক কড়া বার্তা দেবে। কারণ অতীতে এই চেক বাউন্সের ঘটনা একাধিকবার ঘটেছে। কখনও নাজেহাল হতে হয়েছে অভিনেতা পরিচালককে, কখনও আবার সিনেপাড়ার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে এর মাসুল গুনতে হয়েছে। ফলে এ ধরনের ঘটনা আইনের চোখে গুরুতর অপরাধ, তা স্পষ্ট হয়ে গেল অনেকের কাছেই।