একসঙ্গে কাজ করতে গেলে মনোমালিন্য হবেই। যে কোনও কাজেই তা স্বাভাবিক। ফিল্ম ইন্ডাস্ট্রিও তার ব্যতিক্রম নয়। কিন্তু কতজন সে কথা প্রকাশ্যে স্বীকার করতে পারেন? পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma) কিন্তু ব্যতিক্রম। আমির খানের (Aamir Khan) সঙ্গে তাঁর দীর্ঘ মনোমালিন্য হয়েছিল এক সময়। সে কথা প্রকাশ্যে স্বীকার করেছেন পরিচালক।
১৯৯৫-এ মুক্তি পেয়েছিল আমির খান, ঊর্মিলা মাতন্ডকার, জ্যাকি শ্রফ অভিনীত ‘রঙ্গিলা’। সে ছবি মুক্তির পর আমিরের নাকি মনে হয়েছিল, রাম গোপাল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন! কিন্তু কেন?
রামগোপাল দাবি করেছেন, সে সময় মিডিয়ায় কিছু সাক্ষাৎকারে তাঁর বক্তব্যের ভুল ব্যখ্যা হয়েছিল। রাম গোপালের বক্তব্য হিসেবে নাকি প্রকাশ পেয়েছিল, পরিচালক বলেছেন, ওই ছবিতে একজন সহ অভিনেতাও আমিরের থেকে ভাল অভিনয় করেছেন। রাম গোপাল পরে দাবি করেন, তিনি ওই কথা বলেননি। তিনি এও বলেন, এই বক্তব্য মিডিয়াতে দেখার পর আমিরের মনে হয়েছিল, তিনি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সে সময় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ এত সহজ ছিল না। ফলে আমির যোগাযোগ করে মনোমালিন্য মিটিয়ে নিতেও পারেননি। এর জের বহুদূর গড়িয়েছিল।
রাম গোপালের কথায়, “আমির অত্যন্ত ডেডিকেটেড, প্যাশনেট অভিনেতা। ওর ধৈর্য্যও বেশি। বরং আমি অনেক অধৈর্য্য। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। একটা নির্দিষ্ট সিনের টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। যেখানে মনে হয়েছিল, সহ অভিনেতার ভাল রিঅ্যাকশনের জন্য আমিরের পারফরম্যান্সও ভাল হয়েছিল। কিন্তু সেই কথার ভুল ব্যখ্যা হয়েছিল মিডিয়ায়।”