দেখতে দেখতে ১১ মাস। প্রয়াত হয়েছেন বলি (bollywood) অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। ২০২০-র এপ্রিলে প্রয়াত হয়েছেন ঋষি। বৃহস্পতিবার ১১ মাস প্রয়াণের পর ঋষির পারলৌকিক ক্রিয়া তথা প্রার্থনা সম্পন্ন করলেন ছেলে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি (riddhima kapoor)।
এ দিন ঋষির আত্মার শান্তি কামনায় বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঋদ্ধিমা লিখেছেন, ‘সব সময় আমাদের দেখছ। তোমাকে মিস করি…।’
দিন কয়েক আগেই রণবীর করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই করোনা বিধি মেনে কোয়ারেন্টাইনে থাকছিলেন তিনি। এ দিন করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম রণবীরের দেখা মিলল। প্রার্থনার সময় ঋদ্ধিমার মুখে মাস্ক থাকলেও রণবীরের মুখে কোনও মাস্ক অন্তত ছবিতে দেখা যাচ্ছে না। ৩০ এপ্রিল, ২০২০। দাদা রণধীর কাপুর জানালেন, ভাই আর নেই। চমকে উঠল বলিউড। ঠিক আগের দিনই আর এক নক্ষত্র ইরফান খান প্রয়াত হয়েছেন। ২০২০ রাতারাতি হয়ে গেল ‘বিষাক্ত বছর’।
ঋষি চলে গেলেন। রয়ে গেল কাপুর পরিবারের আনাচে কানাচে ছড়িয়ে থাকা তাঁর স্মৃতি। উৎসবের দিনগুলোয় যে স্মৃতির কথা আরও বেশি করে মনে পড়ে সকলের। সময় থেমে থাকে না। লকডাউন উঠেছে, জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে ক্রমশ। কিন্তু ঋষির প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর প্রিয়জনেরা। নীতুর কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “কাপুর সাব, হাত ধরার জন্য তুমি আজ নেই। তবু আমি জানি, তুমি আছ। আমার সঙ্গেই আছ…থাকবে সারাজীবন।” এ ভাবেই স্মৃতিতে থেকে যাবেন সকলের প্রিয় চিন্টুজি।
আরও পড়ুন, কোন বলি নায়িকা শেয়ার করলেন নিজের মিস পাটিয়ালা লুক?