হুডখোলা জিপে বসে রয়েছেন সকলে। চালকের ঠিক পিছনে সোনি রাজদান এবং তাঁর এক মেয়ে শাহিন। তার ঠিক পিছনেই তাঁরা। এই মুহূর্তে বলিউডের সবথেকে আলোচিত জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। সদ্য রণথম্বোর সপরিবারে বেড়াতে গিয়েছিলেন কাপুর এবং ভাট পরিবারের সদস্যরা। সেখানেই জঙ্গল সাফারি করার সময় ফ্রেমবন্দি হয়েছেন এই জুটি।
২০২১-এর ১ জানুয়ারি অর্থাৎ গতকাল মুম্বই ফিরেছেন সকলে। বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা ফ্যামিলি ফটোতে ছিলেন নীতু কপূর, সকন্যা ঋদ্ধিমা কপূর, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ। পারিবারিক ছুটি এনজয় করেছেন দুই তারকা। একই সময়ে রণথম্বোরে ছুটি কাটাতে গিয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও। নীতু কপূর দুই রণবীরকে নিয়ে ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
রণবীর এবং আলিয়া কবে বিয়ে করবেন, তা নিয়ে বহু জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। আলিয়া সব সময় কাপুর পরিবারের পাশে থেকেছেন গত কয়েক বছর। ঋষির অসুস্থতা থেকে মৃত্যু- সব কিছুই সামলেছেন পাশে থেকে। কখনও কাপুর পরিবারের ক্রিসমাসে আলিয়া মধ্যমণি, কখনও বা ফ্যামিলি ডিনারে আলিয়া সঙ্গী। এসব দেখেই, রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলেন অনুরাগীরা।
দিন কয়েক আগেই রণবীর জানিয়েছেন, লকডাউন না হলে এতদিনে হয়তো বিয়ে করে ফেলতেন তাঁরা। ২০২১-এ জীবনের নতুন ইনিংস শুরু করতে পারেন এই জুটি। এখন সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।