ঘনিষ্ঠ আলিয়া-রণবীর, পিছনে বসে সবটা দেখলেন প্রাক্তন প্রেমিকা ক্যাট

Jan 22, 2024 | 6:11 PM

Ranbir-Katrina: দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক যখন ভাঙে, ঠিক সেই উসময় উঠে এসেছিল ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কের খবর। তবে বর্তমানে সেসব অতীত। বলিউডের অন্দরমহলে জল্পনার মতোই তা থেকে গিয়েছে। তবে এতদিন পর কেন এই জুটি চর্চায়?

ঘনিষ্ঠ আলিয়া-রণবীর, পিছনে বসে সবটা দেখলেন প্রাক্তন প্রেমিকা ক্যাট

Follow Us

আলিয়া ভাট ও রণবীর কাপুর, বিয়ে করে এখন গুছিয়ে সংসার করছেন। তবে একটা সময় ছিল যখন দিনের পর দিন রণবীর কাপুর খবরের শিরোনামে উঠে এসেছিলেন, কেবল মাত্র তাঁর সম্পর্কের জেরে। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে একটা সময় নাম জড়ায় তাঁর। যার মধ্যে দুই উল্লেখ্য সম্পর্কের জল্পনাই হল দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কইফের নাম জড়িয়ে। একের সঙ্গে আট বছর, অন্যের সঙ্গে শোনা যায় টানা সাত বছর সম্পর্কে ছিলেন রণবীর। তবে দুই সম্পর্কই খুব একটা মধুরভাবে শেষ হয়নি। একটা সময় দিনের পর দিন ক্যাটরিনা কইফকে অপদস্তে পড়তে হয়েছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক যখন ভাঙে, ঠিক সেই উসময় উঠে এসেছিল ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কের খবর। তবে বর্তমানে সেসব অতীত। বলিউডের অন্দরমহলে জল্পনার মতোই তা থেকে গিয়েছে। তবে এতদিন পর কেন এই জুটি চর্চায়?

২২ জানুয়ারি ২০২৪, রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য সেলেবমহল পেয়েছিল বিশেষ নিমন্ত্রণ পত্র। যে তালিকায় ছিলেন অনেকেই। সোমবার সকালেই অযোধ্যায় বিশেষ চাটার্ড প্লেনে করে পৌঁছতে দেখা যায় অনেককেই। একই বিমান থেকে নামেন ক্যাটরিনা কইফ ও রণবীর কাপুর। সম্পর্ক ভাঙনের পর সময়ের সঙ্গে সঙ্গে তা ঠিক করে নিয়েছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তবে কোনওদিনই ক্যাটরিনা ও রণবীরকে স্বাভাবিক কথোপকথনে দেখা যায়নি।

তবে এবার তাঁরা বাধ্য হলে একই বিমান, একই কার্টে (টোটোর মতো ইলেকট্রিক গাড়ি) যাত্রা করতে। যদিও ভিকির হাত ধরে ক্যাটরিনা ও আলিয়ার হাত ধরে রণবীরকে অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। তবে যে স্বাভাবিক কথোপকথন হতে দেখা যায় আলিয়া ও রণবীরের মাঝে, তেমন ছবি ধরা পড়ল না ভিকি ও ক্যাটের ক্ষেত্রে। আলিয়া রণবীরের ঠিক পিছনটায় বসে থাকা চুপচাপ ক্যাটকে দেখে নেটিজ়েনদের নানা জনের নানা মত। আবারও চর্চার কেন্দ্রে ফিরল পুরনো সম্পর্ক।