রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোন। এই প্রেম, এই বিরহ ও তিক্ত সম্পর্কের কথা বলিউডে জনপ্রিয়। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে কীভাবে মানসিক যন্ত্রণা ঘিরে ধরেছিল দীপিকাকে, তাও সবাই জানে। রণবীর এরপর আলিয়ার প্রেমে পড়লেন। বিয়েও করলেন। অন্যদিকে, রণবীর সিংকে বিয়ে করলেন দীপিকা। দুজনেই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন। তবে হঠাৎই বলিউডের হাওয়ায় নতুন খবর। রণবীর ও দীপিকা নাকি আবার ঘনিষ্ঠ! আর এর সবটা জানেন আলিয়া! এমনকী, আলিয়ার চোখের সামনেই সব ঘটছে!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পুরো গল্পটাই আসলে ফিল্মি। পরিচালক সঞ্জয়লীলা বনশালি রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে তৈরি করছেন লাভ অ্যান্ড ওয়ার নামের একটি ছবি। বলিউড সূত্রের খবর, এই ছবিতেই নাকি এন্ট্রি নিয়েছেন দীপিকা। রণবীরের সঙ্গে নাকি ৪০ মিনিটের একটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। আর ছবির চিত্রনাট্য অনুযায়ী, পুরো ব্য়াপারটি নিজের চোখে দেখবেন আলিয়া। ইতিমধ্যেই নাকি শুটিং শেষ করে ফেলেছেন দীপিকা ও রণবীর।