
পুরোটাই সাজানো ঘটনা। একশো শতাংশ মিথ্য়া! হ্যাঁ, রণবীর কাপুরের কাণ্ড দেখে এমনটা মনে করছেন নেটিজেনদের একাংশ। রণবীর নাকি পুরোটাই মিথ্য়া কথা বলেছেন, যে রামায়ণ ছবিতে রাম চরিত্রে অভিনয়ের জন্য তিনি নাকি বহু মাস ধরেই নিরামিষ খাচ্ছেন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন তথ্য চিত্র ডাইনিং উইথ দ্য কাপুরস। রাজ কাপুরের ১০০ বছর জন্মবার্ষিকী উপলক্ষে এই তথ্যচিত্রে উঠে এসেছে রাজ কাপুরের পরিবারের অন্দরমহলের কথা। বিশেষ করে রাজ কাপুরের পছন্দসই রান্নার কথাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে।
নেটফ্লিক্সের এই তথ্যচিত্রে দেখা গিয়েছে নীতু কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, রিমা জৈন, সইফ আলি খানের মতো তারকাদের। তবে দেখা মেলেনি আলিয়ার। এই তথ্যচিত্র দেখেই রণবীরকে কটাক্ষ করা শুরু করল নেটিজেনদের একাংশ। রণবীরের ভিডিয়ো ও ছবি পোস্ট করে রণবীরকে মিথ্যাবাদী বলে তকমা দিলেন অনেকেই।
তা কী ঘটালেন রণবীর?
আসলে নেটফ্লিক্সের এই তথ্যচিত্রে দেখা গিয়েছে, ডিনার টেবিলে বসে মাছ-মাংস খাচ্ছেন রণবীর। আর মাছের রেসিপি নিয়ে কথাও বলছেন। আর এই ভিডিয়ো দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। সোশাল মিডিয়ায় স্পষ্ট নেটিজেনরা জানিয়েছেন, রণবীরের সহকারী দল জানিয়েছিল রামায়ণ ছবির জন্য রণবীর নাকি মাছ-মাংস সব ছেড়ে দিয়েছেন। তবে এই তথ্যচিত্র তো অন্য কথা বলছে। মিথ্যা বলে প্রচারে রয়েছেন রণবীর! তবে সোশাল মিডিয়া জুড়ে এমন রটলেও, এখন পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি রণবীর বা রামায়ণ ছবির টিমের কেউ।