দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া ভাট! রণবীর দিলেন বড়সড় ইঙ্গিত
মেয়ে রাহার বয়স মোটে ২ বছর। এরই মধ্য়ে দ্বিতীয় সন্তানের প্ল্যান করে ফেললেন রণবীর-আলিয়া। তবে শুধুই প্ল্য়ান নয়, দ্বিতীয় সন্তানের নামও রেখে ফেলেছেন রণলিয়া। তবে আগে থেকেই ঠিক করে ফেলেছেন এবার তাঁদের ছেলেই হবে!

মেয়ে রাহার বয়স মোটে ২ বছর। এরই মধ্য়ে দ্বিতীয় সন্তানের প্ল্যান করে ফেললেন রণবীর-আলিয়া। তবে শুধুই প্ল্য়ান নয়, দ্বিতীয় সন্তানের নামও রেখে ফেলেছেন রণলিয়া। তবে আগে থেকেই ঠিক করে ফেলেছেন এবার তাঁদের ছেলেই হবে!
সম্প্রতি একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া জানান, রাহা হওয়ার সময় আমরা আগের থেকে ঠিক করে ফেলেছিলাম একটা ছেলের নাম ও একটা মেয়ের নাম। কিন্তু মেয়ে হতেই রাহা নাম রাখা হয়। তবে ছেলের নামটা আগে থেকেই ঠিক রয়েছে। দ্বিতীয় সন্তান ছেলে হলেই, ওর নাম রাখব…। আর এবার আরেক পডকাস্টে রণবীর কাপুর প্রায় বলেই ফেললেন, তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক পডকাস্টে রণবীর জানালেন তিনি খুব শীঘ্রই তাঁর শরীরে আরও একটা ট্যাটু করবেন। যা কিনা আট অক্ষরের একটি নাম। সেটা কার নাম জানতে চাইলে, প্রথমে এড়িয়ে গেলেও, পরে রণবীর জানান, হয়তো আমার দ্বিতীয় সন্তানের নাম ট্যাটু করব। ব্যস, রণবীরের মুখে এমন কথা শুনতেই বলিপাড়ায় হইচই শুরু। এখন রণবীরের গলার নিচে মেয়ে রাহার নামে ট্যাটু রয়েছে।
২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সেই বছরই ঘোষণা করেন, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সদা চুপচাপ থাকা মেয়েটি, এবার মুখ খুললেন। স্পষ্ট জানালেন, আসলে রণবীর একটু বাচ্চাদের মতো। ওর ভাবনা চিন্তা ছিল ছোটদের মতো। আমি রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় থেকেই সেটা বুঝতে পেরেছিলাম। আমি ওকে, ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। সঙ্গে থেকেছিলাম। আমি জানতাম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমাদের জীবনে রাহা আসে। চোখের সামনে দেখতে পাই, অদ্ভুত ভাবে বদলে যায় রণবীর। আজকে রণবীর যা, সেটা একমাত্র আমি ও রাহার তাঁর জীবনে আসার ফলেই। আমি সত্যিই খুব লাকি।





