রণবীর কাপুর, ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা লুক। কাপুর পরিবারের রক্ত বলে কথা, অভিনয় তাঁর মজ্জায় মজ্জায়। কেরিয়ারে পাওয়া প্রতিটা চরিত্রই খুব যত্নের সঙ্গে উপস্থাপনা করে থাকেন। চেষ্টা করেন লুকের দিক থেকে প্রতিটা চরিত্রকে কিছু না কিছু শেড দিতে। তাই প্রতিটা ছবিতে রণবীর কাপুরকে দর্শকেরা পেয়ে থাকেন নতুন নতুন রূপে। তবে সব থেকে ভাইরাল হয়েছেন তিনি যে লুকে তা হল অ্যানিম্যাল। বলিপাড়ার মিষ্টি কিউট, চকোটেল বয় তকমা পাওয়া ছেলেটি রাতারাতি হয়ে দেলেন ভিলেন। দাপুটে ভিলেন। যাঁর লুক ভিলেন সুলভ হলেও পর্দায় তিনি হিরো। ছবির নাম অ্যানিম্যাল। যার জন্য সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। তবে এই ছবির রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিলেন অভিনেতা। যা দেখে এক কথায় সকলের চোখ উঠল কপালে। এও সম্ভব?
বেশ কয়েকবছর পর আবারও কি পর্দায় চকোলেট বয় লুকে ফিরতে চলেছেন রণবীর কাপুর? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা এখন তুঙ্গে। কারণ সম্প্রতি বরফি কিংবা জগ্গা জাসুস লুকে ধরা দিলেন তিনি। রণবীর কাপুর যদিও এই লুক লুকিয়ে রাখলেন না। পাপারাৎজিদের সামনেই এই পোজেই ধরা দিলেন অভিনেতা। বিমান বন্দর থেকে শুরু করে বাড়ির বাইরে, গাড়িতে ওঠার পথে, রণবীর কাপুরের সেই মিষ্টি লুক দেখে মুগ্ধ সকলেই। এক শ্রেণির প্রশ্ন, তবে কি এবার এই লুকে নতুন কোনও ছবির শুটে ব্যস্ত হলেন অভিনেতা?
রণবীর কাপুরের মেয়ে রাহার জন্ম হওয়ার পর রণবীর নিজেই বলেছিলেন, ”দাড়ি কাটলে আমার মেয়ে আমাকে চিনতেই পারবে না। কারণ ও আমায় এই লুকেই দেখে এসেছে।” এবার বাবার আসল রূপ দেখল ছোট্ট রাহা। তা নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা তুঙ্গে। আসছে তাঁর ছবি রামায়ণ। তাই অনেকেরই ধারণা, শ্রীরামচন্দ্র চরিত্রের জন্যই রণবীরের এই লুক।