Viral Video: ঘোড়া থেকে ছিটকে পড়লেন রণদীপ, মুহূর্তে হাসপাতালে নায়ক, ৩ বছর পর আবার…

Mar 23, 2025 | 3:46 PM

Randeep Hooda: হাঁটুর ব্রেস পরে অনেক কঠিন দৃশ্যও শুট করেছেন, এমনকি কিছু দৃশ্যে দৌড়ানোরও প্রয়োজন ছিল, তাও করেছেন মনের জোরেই।

Viral Video: ঘোড়া থেকে ছিটকে পড়লেন রণদীপ, মুহূর্তে হাসপাতালে নায়ক, ৩ বছর পর আবার...

Follow Us

রণদীপ হুডা ৩ বছর পর আবার ঘোড়ায় চড়তে শুরু করলেন। যদিও এই ঘোড়ায় চড়তে গিয়েই ভয়ানক বিপদের মুখে পড়েছিলেন অভিনেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ঘোড়ায় চড়ার সময় এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। তখন তিনি তাঁর প্রথম পরিচালিত ছবিবীর সাভারকার-এর শুটিং করছিলেন। ওই দুর্ঘটনায় তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, যার জন্য তাঁকে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়।

এই ছবির জন্য রণদীপ হুডা শারীরিকভাবে অনেক পরিবর্তন আনেন। ছবির চরিত্রের জন্য অতিরিক্ত ওজন কমানোর পর একদিন ঘোড়ায় চড়ার সময় তিনি আচমকা পড়ে যান এবং হাঁটুর মারাত্মক আঘাত পান। তবে, এসব বাধা সত্ত্বেও তিনি ছবির শুটিং শেষ করেন এবং নিজের টাকায় ক্ষমতায় ছবির কাজ চালিয়ে যান। হাঁটুর ব্রেস পরে অনেক কঠিন দৃশ্যও শুট করেছেন, এমনকি কিছু দৃশ্যে দৌড়ানোরও প্রয়োজন ছিল, তাও করেছেন মনের জোরেই।

তিন বছর পর, রন্দীপ আবার ঘোড়ায় চড়তে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, বীর সাভারকার ছবিটি তাঁর জীবনে বড়পরিবর্তন এনেছে। ছবির শুটিংয়ের সময় শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক চাপ, তাঁকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু তার সহকর্মী এবং দর্শকদের ভালবাসা ও সমর্থনই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে বলেই দাবি করেন তিনি।

রণদীপ হুডা একজন অভিজ্ঞ ঘোড়সওয়ারি, যিনি পোলো এবং শো-জাম্পিংয়ে বহু পুরস্কৃত হয়েছেন। ঘোড়া থেকে পড়ে যাওয়ার সেই আতঙ্ক কাটিয়ে এখন আবারও স্বাভাবিক ছন্দে ফিরলেন নায়ক।