করোনা আক্রান্ত রণধীর হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেতা?

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 29, 2021 | 8:09 PM

সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রণধীর। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

করোনা আক্রান্ত রণধীর হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেতা?
রণধীর কাপুর।

Follow Us

সুনামির গতিতে গোটা দেশে আছড়ে পড়েছে করোনার (covid 19) দ্বিতীয় ঢেউ। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ। বাদ যাচ্ছেন না কেউই। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল বলিউডের (bollywood) বর্ষীয়ান অভিনেতা (Actor) তথা করিনা কাপুর এবং করিশ্মা কাপুরের বাবা রণধীর কাপুরকে (Randhir Kapoor)।

সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রণধীর। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ওই বেসরকারি হাসপাতালের সিইও তথা এক্সিকিউটিভ ডিরেক্টর সন্তোষ শেট্টি বৃহস্পতিবার একটি লিখিত বিবৃতিতে বলেন, ‘অভিনেতা রণধীর কাপুর কোভিড আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে গতকাল রাত থেকে ভর্তি রয়েছেন। ওঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

রণধীরের আগেও কাপুর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা থেকে সেরে উঠে সদ্য মালদ্বীপ ঘুরে এলেন রণবীর কাপুর। রণবীরের মা নীতুও করোনা জয়ী। তিনি জানিয়েছেন, ৬০ বছর বয়সে তিনি যদি করোনার সঙ্গে লড়াই করতে পারেন, তাহলে মনের জোর রেখে সকলেই লড়াই করতে পারবে। যদিও এখনও পর্যন্ত রণধীরের শারীরিক পরিস্থিতি নিয়ে কাপুর পরিবারের তরফে কেউ প্রকাশ্যে কিছু জানাননি।

আরও পড়ুন, ভ্যাকসিন নেওয়া যে গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতে সমস্যা হচ্ছে: ঋতাভরী

করোনা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে বেশিরভাগ হাসপাতালে বেড নেই। অক্সিজেনের যোগান নেই। বহু রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো সাধারণ করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সর্বস্তরে।

Next Article