সুহানার মা রানি! বড় চমক ‘কিং’ খানের

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। চলতি মাস থেকেই শুরু হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি কিং-এর শুটিং। এ খবর নতুন নয়। এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এ খবরও আগেই শোনা গিয়েছিল।

সুহানার মা রানি! বড় চমক কিং খানের

|

May 17, 2025 | 1:45 PM

শিরোনাম পড়ে কি চমকে গিয়েছেন? ভাবছেন এ আবার কেমন কাণ্ড! শাহরুখকন্যা সুহান খানের মা রানি মুখোপাধ্য়ায়! তাহলে গৌরী কে? নাহ, ভুয়ো খবর ছড়ানোর আগেই আসল গপ্পোটা ফাঁস করা যাক। আসলে এই গল্প একেবারে রিয়েল নয়, বরং রিলের। আর শাহরুখের সিনেমার গল্প মানে যে পরতে পরতে চমক থাকবে, তা আর নতুন কী।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। চলতি মাস থেকেই শুরু হতে চলেছে শাহরুখ খানের নতুন ছবি কিং-এর শুটিং। এ খবর নতুন নয়। এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এ খবরও আগেই শোনা গিয়েছিল। তবে নতুন খবর হল, শাহরুখ, দীপিকার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কেও। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের কিং ছবিতে সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বরাবরই চমক দিতে ভালবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। কোনও আপোসে যাচ্ছেন না। আর তাই তো হঠাৎ করেই ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে, সিদ্ধার্থ আনন্দ! হ্যাঁ, মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তাঁর এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।